খাইবার যুদ্ধের পর তাঁর ভাগে পড়লো উৎকৃষ্ট এক খণ্ড
জমি, যা উমরের জন্যে
নিয়ে এলো সচ্ছল জীবনের এক সম্ভাবনা।
জমির মালিকানা পাওয়ার পর উমর (রাঃ) মহানবী (সাঃ)-এর
কাছে হাজির হলেন। বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ, খাইবারে আমি খানিকটা জমি পেয়েছি।
এত মূল্যবান সম্পত্তি আমি কোনদিন পাইনি। এ সম্পর্কে আপনার নির্দেশ কি?’
আল্লাহর রাসূল (সাঃ) উমরের মনোভাব বুঝলেন। তাঁকে
বললেন, “যদি তোমার মন
চায়, তাহলে আসল জমি নিজের অধিকারে রেখে জমির ফসল দান করে
দাও।”
তাই করলেন উমর (রাঃ)। গরীব-দুঃখী ও অভাবী আত্মীয়-স্বজনদের সাহায্য,
গোলামদের আজাদ করা ও জনকল্যাণমূলক কাজের জন্যে তিনি তার প্রাপ্ত
গোটা সম্পত্তি ওয়াকফ করে দিলেন।
দারিদ্র সচ্ছলতার প্রতি কোনো লোভ উমরের (রাঃ) মধ্যে
সৃষ্টি করতে পারেনি।
লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি – তৃতীয় খণ্ড
বইঃ আমরা সেই সে জাতি – তৃতীয় খণ্ড
No comments:
Post a Comment