মহানবীর (সাঃ) প্রিয় নাতি হুসাইন (রাঃ)।
তিনি ইসলামের চতুর্থ খলিফা আলী (রাঃ)-এর পুত্র।
দরিদ্রের জীবন তাঁর।
বিরাট ঋণের বোঝা তাঁর মাথায়।
কিন্তু ‘আবী নাইজার’ নামক অতি মূল্যবান ঝর্ণার মালিক তিনি।
অনেকেই হুসাইনকে (রাঃ) পরামর্শ দেন যে, ‘আবী নাইজার’ ঝর্ণা বিক্রি করে ঋণ শেষার্ধ করেও বেশ অর্থের মালিক হতে পারেন তিনি।
কিন্তু আবী নাইজার ঝর্ণার পানি গরীব মুসলমানরা
ব্যবহার করে। এ ঝর্ণার পানি থেকে সেচ করে তারা ফসল ফলায়। হুসাইন (রাঃ) এ ঝর্ণা
বিক্রি করলে গরীব মুসলমানরা এ ঝর্ণার পানি থেকে বঞ্চিত হবে। হুসাইন লাভবান হলেও মহাক্ষতিগ্রস্ত
হবে বিরাট সংখ্যক গরীব মুসলমান।
এই চিন্তা করে হযরত হুসাইন (রাঃ) আবী নাইজার ঝর্ণা
বিক্রি করতে রাজী হননি। গরীর মুসলমানদের ক্ষতিগ্রস্ত করার পরিবর্তে নিজের দারিদ্র
ও ঋণের বোঝা বহনকেই বেহ্তর মনে করেন তিনি।
লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি – তৃতীয় খণ্ড
বইঃ আমরা সেই সে জাতি – তৃতীয় খণ্ড
No comments:
Post a Comment