[মক্কায় অবতীর্ণ- আয়াত ৫২, রুকু ০২] [কোরআনে অবস্থান ৬৯, অবতীর্ণের অনুক্রম ৭৮]
পরম
করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে-
১.
একটি অনিবার্য সত্য (ঘটনা)।
২. কি
(সেই) অনিবার্য সত্য (ঘটনা)?
৩.
তুমি কি জানো (সেই) অনিবার্য সত্য ঘটনাটা কি?
৪. আ’দ
ও সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় (সংক্রান্ত এই সত্য ঘটনা)-কে মিথ্যা প্রতিপন্ন
করেছিলো।
৫.
(দাম্ভিক) সামুদ গোত্রের লোকদের (এই কারণেই) এক প্রলয়ংকরী বিপর্যয় দ্বারা ধ্বংস
করে দেয়া হয়েছে।
৬. আর
(শক্তিশালী গোত্র) আ’দকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড এক ঝঞ্ঝাবায়ুর আঘাতে,
৭.
টানা সাত রাত ও আট দিন ধরে তিনি তাদের ওপর দিয়ে এ প্রচন্ড বায়ু প্রবাহিত করে
রেখেছিলেন, (তাকালে) তুমি (সে) জাতিকে দেখতে পেতে, তারা যেন মৃত
খেজুর গাছের কতিপয় অন্তসারশূন্য কান্ডের মতো উপুড় হয়ে পড়ে আছে!
৮.
তুমি কি দেখতে পাচ্ছো- তাদের একজনও কি এ (গযব) থেকে রক্ষে পেয়েছে?
৯.
(দাম্ভিক) ফেরাউন, তার
আগের কিছু লোক এবং উপড়ে ফেলা জনপদের অধিবাসীরাও (একই) অপরাধ করেছিলো,
১০.
এরা তাদের মালিকের (পক্ষ থেকে আসা) রসূলদের অবাধ্যতা করেছে, অতপর আল্লাহ তায়ালা তাদের
কঠোরভাবে পাকড়াও করলেন।
১১.
(নবী নূহের সময়) যখন পানি (তার) সীমা অতিক্রম করলো, তখন আমি তোমাদের (বাঁচানোর জন্যে) নৌকায় উঠিয়ে
নিয়েছিলাম,
১২.
যেন তোমাদের জন্যে আমি তাকে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি, (তাছাড়া) উৎসাহী কানগুলো যেন এ
(ঘটনা)-টা (পরবর্তী মানুষদের জন্যে) স্মরণ রাখতে পারে।
১৩.
অতপর যখন শিংগায় ফুঁ দেয়া হবে- (তা হবে) একটি মাত্র ফুঁ,
১৪.
আর ভূমণ্ডল ও পাহাড়গুলোকে (সস্থান থেকে) উঠিয়ে নেয়া হবে, তারপর উভয়টাকে একেবারেই
চূর্ণবিচূর্ণ করে দেয়া হবে,
১৫.
(ঠিক) সেদিনই মহাঘটনাটি সংঘটিত হবে,
১৬.
(সেদিন) আকাশ ফেটে পড়বে, অতপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে,
১৭.
ফেরেশতারা আকাশের প্রান্তে অবস্থান করবে;
আর (তাদেরই) আট জন ফেরেশতা তোমার মালিকের ‘আরশ’ তাদের ওপর বহন করে
রাখবে;
১৮.
সেদিন (আল্লাহ তায়ালার সামনে) তোমাদের পেশ করা হবে, তোমাদের কোনো কিছুই (সেদিন) গোপন থাকবে না।
১৯.
সেদিন যার আমলনামা তার ডান হাত দেয়া হবে সে
(খুশীতে লোকজনকে ডেকে) বলবে, তোমরা (এসো)-
আমার (আমলনামার) পুস্তকটি পড়ে দেখো।
২০.
অবশ্যই আমি জানতাম আমাকে একদিন হিসাব নিকাশের সামনাসামনি হতে হবে,
২১.
অতপর (বেহেশতের উদ্যানে) সে (চির) সুখের জীবন যাপন করবে,
২২.
(সে উদ্যান হবে) আলীশান জান্নাতের মধ্যে,
২৩.
এর ফলমূল (তাদের) নাগালের মধ্যেই ঝুলতে থাকবে।
২৪.
(আল্লাহর ঘোষণা আসবে,) অতীতে
যা তোমরা (অর্জন) করে এসেছো তার পুরস্কার হিসেবে (আজ) তোমরা (প্রাণভরে এগুলো) খাও
এবং তৃপ্তি সহকারে পানীয় গ্রহণ করো।
২৫.
যার আমলনামা সেদিন তার বাম হাতে দেয়া হবে,
(দুঃখ ও অপমানে) সে বলবে, কতো ভালো হতো যদি
(আজ) আমাকে কোনো রকম আমলনামা নাই দেয়া হতো!
২৬.
আমি যদি আমার হিসাব (-এর খাতাটি) না-ই জানতাম,
২৭.
হায়! (প্রথম) মৃত্যুই যদি আমার জন্যে চূড়ান্ত নিষ্পত্তিকারী (বিষয়) হয়ে যেতো!
২৮. আমার
ধন সম্পদ ও ঐশ্বর্য (আজ) কোনো কাজেই লাগলো না,
২৯.
আমার সব কতৃত্ব (ও ক্ষমতা আজ) নিশেষ হয়ে গেলো,
৩০.
(এ সময় জাহান্নামের প্রহরীদের প্রতি আদেশ আসবে, যাও) তোমরা তাকে পাকড়াও করো, এরপর
তার গলায় শেকল পরিয়ে দাও,
৩১.
অতপর তাকে জাহান্নামের (জ্বলন্ত) আগুনে প্রবেশ করাও,
৩২.
তারপর তাকে শেকল দিয়ে বেঁধে ফেলো; যা সত্তর গজ (লম্বা);
৩৩.
কেননা, সে কখনো মহান
আল্লাহর ওপর ঈমান আনেনি,
৩৪.
সে দুস্থ অসহায় লোকদের খাবার দেয়ার জন্যে (অন্যদের) উৎসাহ দেয়নি;
৩৫.
আজকের এ দিনে তার কোনো বন্ধু নেই,
৩৬. (ক্ষতনিসৃত) পুঁজ ছাড়া (আজ তার
জন্যে দ্বিতীয়) কোনো খাবারও এখানে থাকবে না,
৩৭.
একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউই (আজ) তা খাবে না।
৩৮.
তোমরা যা কিছু দেখতে পাও আমি তার শপথ করছি,
৩৯.
(আরো শপথ করছি) সেসব বস্তুর যা তোমরা দেখতে পাও না,
৪০.
নিসন্দেহে এ কিতাব একজন সম্মানিত রসূলের (আনীত) বাণী,
৪১.
এটা কোনো কবির কাব্যকথা নয়; অবশ্য তোমরা খুব কমই (এ কথা) বিশ্বাস করো,
৪২.
এটা কোনো গণক জ্যোতিষীর কথাও নয়; অবশ্যই তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো;
৪৩.
(মূলত) এ কিতাব সৃষ্টিকূলের মালিক আল্লাহ তায়ালার কাছ থেকেই (তাঁর রসূলের ওপর)
নাযিল করা হয়েছে।
৪৪.
সে যদি এ (গ্রন্থ)-টি নিজে বানিয়ে আমার ওপর চালিয়ে দিতো,
৪৫.
তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম,
৪৬.
অতপর আমি অবশ্যই তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম,
৪৭.
(সে অবস্থায়) তোমাদের কেউই তাকে আল্লাহর কাছ থেকে বাঁচাতে পারতো না!
৪৮.
(আল্লাহ তায়ালাকে) যারা ভয় করে, এ কিতাব তাদের জন্যে উপদেশ বৈ কিছু নয়!
৪৯.
আমি ভালো করেই জানি, তোমাদের
একদল লোক এ (কিতাব)-কে মিথ্যা সাব্যস্তকারী হবে।
৫০.
এটি হবে কাফেরদের জন্যে গভীর অনুতাপ ও হতাশার কারণ,
৫১.
নিসন্দেহে এ মহাগ্রন্থ এক অমোঘ সত্য।
৫২.
অতপর (হে নবী,) তুমি
তোমার মহান মালিকের নামের পবিত্রতা বর্ণনা করো।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।
No comments:
Post a Comment