Saturday, July 25, 2020

সূরা ১০৬. কোরাইশ (কোরাইশ গোত্র)

আয়াত ৪ — মক্কায় অবতীর্ণ রুকু ১

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১. কোরাইশের আসক্তির কারণে,

২. আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।

৩. অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার

৪. যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।

পবিত্র কোরআনুল করীম
অনুবাদঃ মাওলানা মুহিউদ্দীন খান

No comments:

Post a Comment