Saturday, July 25, 2020

সূরা ১১১. লাহাব (অগ্নিশিখা)

আয়াত ৫ — মক্কায় অবতীর্ণ রুকু ১

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১. আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,

২. কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।

৩. সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে

৪. এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,

৫. তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।

পবিত্র কোরআনুল করীম
অনুবাদঃ মাওলানা মুহিউদ্দীন খান

No comments:

Post a Comment