Saturday, July 25, 2020

সূরা ১০২. তাকাসুর (প্রাচুর্যের প্রতিযোগিতা)

আয়াত ৮ — মক্কায় অবতীর্ণ রুকু ১

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১. প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,

২. এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।

৩. এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।

৪. অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।

৫. কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।

৬. তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,

৭. অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,

৮. এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে

পবিত্র কোরআনুল করীম
অনুবাদঃ মাওলানা মুহিউদ্দীন খান

No comments:

Post a Comment