Saturday, July 25, 2020

সূরা ১০৯. কাফিরুন (অবিশ্বাসী)

আয়াত ৬ — মক্কায় অবতীর্ণ রুকু ১

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১. বলুন, হে কাফেরকূল,

২. আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।

৩. এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি

৪. এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।

৫. তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।

৬. তোমাদের কর্ম কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম কর্মফল আমার জন্যে।

পবিত্র কোরআনুল করীম
অনুবাদঃ মাওলানা মুহিউদ্দীন খান

No comments:

Post a Comment