আয়াত ৩ — মক্কায় অবতীর্ণ — রুকু ১
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১. কসম যুগের (সময়ের),
২. নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
৩. কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম
করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।
পবিত্র কোরআনুল
করীম
অনুবাদঃ মাওলানা
মুহিউদ্দীন খান
No comments:
Post a Comment