নাম হিশাম, কুনিয়াত বা ডাক নাম আবুল আস ও আবু মুতী। ইবন হিব্বান বলেনঃ
জাহিলী যুগে হিশামের কুনিয়াত ছিল আবুল আস অর্থাৎ অবাধ্যের পিতা। ইসলাম
গ্রহণের পর রাসূল (সাঃ) তা পরিবর্তন করে রাখেন আবু মুতী- অনুগতের পিতা। (আল
ইসাবা-২/৬০৪)। তাঁর পিতা আল-আস ইবন ওয়ায়িল। কুরাইশ গোত্রের বনী সাহম শাখার
সন্তান। মিসর বিজয়ী প্রখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আসের ছোট ভাই।
সৌভাগ্য বা দূর্ভাগ্য বয়সের তারতম্যের ওপর নির্ভর করে না। হিশাম আমর
অপেক্ষা ছোট হলেও বড় ভাইয়ের চেয়ে অধিকতর সৌভাগ্যের অধিকারী ছিলেন। আমর যখন
পৌত্তলিকতার অন্ধকারে হাবুডুব খাচ্ছেন, হিশামের ললাটে তখন ইসলামের নূর ঝলক
দিচেছ। মক্কায় ইসলামী দাওয়াতের সূচনা পর্বেই তিনি তা কবুল করেন এবং
মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুহাজিরদের একটি কাফিলার সাথে হাবশায়
চলে যান। কিছুদিন সেখানে অবস্থানের পর এই মিথ্যা গুজব শুনেন যে,
মক্কাবাসীরা ইসলাম কবুল করেছে, তখন অনেকের সাথে তিনিও মক্কায় ফিরে আসেন।
এখান থেকে আবার মদীনায় হিজরতের পরিকল্পনা করেন; কিন্তু তার পিতা ও
খান্দানের লোকদের হাতে বন্দী হন। এ সম্পর্কে উমার ইবনুল খাত্তাবের
বর্ণনা বিভিন্ন সীরাত গ্রন্থে পাওয়া যায়। তিনি বলেনঃ
'আমরা মদীনায় হিজরতের
সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমি আইয়াশ ইবন রাবীয়া ও হিশাম ইবনুল আস- এ তিনজন
মক্কা থেকে ছয় মাইল দূরে 'তানদুব' উপত্যকায় বনী গিফারের 'উদাত' নামক কূপের
নিকট এই অঙ্গীকার করলাম আমাদের প্রত্যেকেই আগামীকাল সকালে এখানে উপস্থিত
হবে। কেউ ব্যর্থ হলে অবশ্যই সে বন্দী হবে। আমি ও আইয়াশ সময়মত হাজির হলাম;
কিন্তু হিশাম বন্দী হয়ে অত্যাচারিত হলো। আমরা মদীনায় পৌঁছে কুবার বনী আমর
ইবন আওফের অতিথি হলাম। এদিকে আইয়াশকে ফিরিয়ে নেওয়ার জন্য আবু জাহল ইবন
হিশাম ও হারিস ইবন হিশাম মদীনায় এলো। তারা দুজন ছিল আইয়াশের চাচাতো ভাই এবং
সকলেই একই মায়ের সন্তান। রাসূল (সাঃ) তখন মক্কায়।
তারা আইয়াশকে বললো,
তোমার মা শপথ করেছে, তোমাকে না দেখে চুলে চিরুণী দেবে না, রোদ থেকে ছায়াতেও
যাবে না। তুমি ফিরে চল। আইয়াশের অন্তর মায়ের জন্য নরম হয়ে গেল।
উমার বলেনঃ আমি তাকে বারবার অনুরোধ করলাম তাদের সাথে ফিরে না যাওয়ার জন্য।
কিন্তু শেষ পর্যন্ত আইয়াশ তাদের সাথে মক্কার দিকে যাত্রা করলো। কিছু দূর
যাওয়ার পর তারা আইয়াশকে বেঁধে ফেলে এবং অত্যাচার করতে করতে মক্কায় নিয়ে
যায়। সেখানে তাকে বন্দী করে রাখা হয়।
উমার বলেন, আমরা তখন মদীনায়
বলাবলি করতাম যারা এভাবে নিজেদেরকে বিপদের সম্মুখীন করেছে আল্লাহ তাদের
তাওবা কবুল করবেন না। অতঃপর রাসূল (সাঃ) মদীনায় আসলেন এবং কুরআনের এ আয়াত
নাযিল হলোঃ
বল হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার
করেছ, আল্লাহর রহমত হতে নিরাশ হয়োনা। আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। তিনি
ক্ষমাশীল, পরম দয়ালু।
উমার বলেঃ আমি আয়াতটি লিখে গোপনে মক্কায়
হিশামের কাছে পাঠিয়ে দিলাম। হিশাম বলেন, আমি সে আয়াতটি মক্কার 'যী-তুওয়া'
নামক স্থানে বসে পাঠ করতাম; কিন্তু কিছুই বুঝতাম না। অবশেষে তা বুঝার
তাওফীক দানের জন্য আল্লাহর কাছে দুআ করলাম। তারপর আমি বুঝলাম এ আয়াত
আমাদের শানে নাযিল হয়েছে। অতঃপর আমি মদীনায় রাসূলুল্লাহর (সাঃ) নিকট
পৌঁছলাম। (হায়াতুস সাহাবা-১/৩৪৫-৪৬, সীরাতু ইবন হিশাম-১/৪৭৪-৪৭৬, আল
ইসাবা-৩/৬০৪)।
ইবন হিশাম বলেনঃ আমার বিশ্বস্ত এক ব্যক্তি আমার কাছে
বর্ণনা করেছেন, মদীনায় একদিন রাসূল (সাঃ) বললেনঃ আইয়াশ ইবন রাবীয়া ও হিশাম
ইবনুল আসের ব্যাপারে তোমাদের মধ্যে কে আমাকে সাহায্য করতে পারে? ওয়ালীদ
ইবনুল ওয়ালীদ ইবনুল মুগীরা বললেনঃ ইয়া রাসূলুল্লাহ (সাঃ), তাদের ব্যাপারে
আমি আপনাকে সাহায্য করবো। অতঃপর তিনি মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন।
গোপনে মক্কায় প্রবেশ করে তিনি এক মহিলাকে দেখলেন, খাবার নিয়ে যাচ্ছে। তিনি
তাকে জিজ্ঞেস করলেনঃ আল্লাহর বান্দী, কোথায় যাচ্ছ? সে বললোঃ আমি যাচ্ছি এই
দুই বন্দীর কাছে। অর্থাৎ আইয়াশ ও হিশামের কাছে। ওয়ালীদ মহিলাকে অনুসরণ করে
বন্দীশালাটি চিনে নিলেন। তাদেরকে একটি ছাদবিহীন ঘরে বেঁধে রাখা হয়েছিল। তখন
রাত হলো, ওয়ালীদ দেওয়াল টপকে তাদের কাছে পৌঁছে গেলেন এবং একটি পাথরের
সাহায্যে তাঁদের বাধন কেটে দিলেন। তারপর তিন জন এক সাথে বেরিয়ে ওয়ালীদের
উটে সওয়ার হয়ে মদীনায় পালিয়ে আসেন। তাঁদের একমাত্র বাহন উটটি হোঁচট খেলে
ওয়ালীদের একটি আংগুল আহত হয়ে রক্ত রঞ্জিত হয়। তিনি স্বীয় অঙ্গুলিকে
উদ্দেশ্য করে এই শ্লোকটি আবৃত্তি করেনঃ
"হাল আনতি ইল্লা উসবুয়িন দামাইতি
ওয়া ফী সাবীলিল্লাহি মা লাকীতি"।
"ওহে, তুমি একটি অঙ্গুলি ছাড়া আর
তো কিছু নও, যা রক্তে রঞ্জিত হয়েছে। তোমার যা কিছু হয়েছে, তাতো আল্লাহর
রাস্তায়"। (সীরাতু ইবন হিশাম-১/৪৭৬)।
বদর, উহুদ, খন্দকের যুদ্ধ
মক্কায় হিশামের বন্দী দশায় শেষ হয়। খন্দক যুদ্ধের পর তিনি মদীনায় আসেন।
খন্দকের পর কাফিরদের সাথে যতগুলি যুদ্ধ হয়েছে, সবগুলিতে তিনি সক্রিয়ভাবে
অংশগ্রহণ করেছেন। ওয়াকিদী বলেন, মক্কা বিজয়ের পূর্বে রমযান মাসে
রাসূলুল্লাহ (সাঃ) হিশামকে এক অভিযানে পাঠান। (আল ইসাবা-৩/৬০৪)।
সেনা পরিচালনা, বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন এসব ছিল হিশামের খান্দানের
বিশেষ বৈশিষ্ট্য। এ পরিবারের সন্তানেরা তরবারির ছায়াতলেই বেড়ে ওঠতো।
রাসূলুল্লাহর (সাঃ) ওফাতের পর হযরত আবু বকরের খিলাফতকালে তার এ বৈশিষ্টের
কিছু পরিচয় পাওয়া যায়। কোন কোন বর্ণনায় জানা যায় প্রথম খলীফা হযরত আবু বকর
(রাঃ) তাকে নুঈম ইবন আবদুল্লাহ ও অন্য কতিপয় ব্যক্তির সাথে রোমান সম্রাট
হিরাক্লিয়াসকে ইসলামের দাওয়াত দানের জন্য তার দরবারে পাঠান। এ প্রসঙ্গে
হিশাম বলেনঃ কয়েক ব্যক্তির সাথে আমাকে হিরাক্লিয়াসের নিকট পাঠানো হয়। আমরা
'গুতা' বা দামেশকে পৌঁছে জাবালা ইবন আয়হাম আল-গাসসানীর বাড়ীতে উপস্থিত
হলাম। আমাদের সাথে কথা বলার জন্য তিনি একজন দূত পাঠালেন। আমরা বললামঃ
আমাদেরকে সম্রাটের কাছে পাঠানো হয়েছে, আমরা কোন দূতের সাথে কথা বলবো না।
অনুমতি দিলে আমরা তারই সাথে কথা বলবো। অবশেষে জাবালা আমাদেরকে তার কাছে
যাওয়ার অনুমতি দিলেন।
জাবালা আমাদেরকে বললেনঃ আপনাদের বক্তব্য কী?
হিশাম বলেন, আমি তার সামনে ইসলামের দাওয়াত তুলে ধরি। তখন তার ও
সভাষদবৃন্দের পরিধানে ছিল কালো পোশাক। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনাদের
পরিধানে এ পোশাক কেন? তিনি বললেনঃ আমরা এ পোশাক পরেছি এবং শপথ করেছি, শাম
থেকে তোমাদের তাড়িয়ে না দেওয়া পর্যন্ত এগুলি খুলবো না। আমি বললামঃ আল্লাহর
কসম! আপনার এই সিংহাসন এবং আপনাদের সম্রাটের সাম্রাজ্য ইনশাআল্লাহ আমরা
ছিনিয়ে নেব। আমাদের নবী মুহাম্মাদ (সাঃ) এমনই ভবিষ্যত বাণী করেছেন। জাবালা
বললেনঃ আপনারা নন; বরং তারাই এর উপযুক্ত যারা দিনে সিয়াম সাধনা করে এবং
রাতে ইবাদাতে দন্ডায়মান থাকে। আপনাদের সিয়াম কেমন? আমি আমাদের সিয়ামের
পরিচিতি তুলে ধরলাম। তখন জাবালার চেহারা কালো হয়ে গেল। অতঃপর তিনি একজন দূত
সহ আমাদেরকে সম্রাট হিরাক্লিয়াসের নিকট পাঠিয়ে দিলেন।
হিশাম বলেনঃ
আমরা দূতের সাথে চলতে লাগলাম। যখন আমরা নগরের নিকটবর্তী হলাম, আমাদের সাথের
দূতটি বললোঃ আপনাদের এই সওয়ারী পশু সম্রাটের নগরে প্রবেশ করতে পারবে না।
আপনারা চাইলে আমি আপনাদের জন্য তুর্কী ঘোড়া ও খচ্চরের ব্যবস্থা করতে
পারবো। আমরা বললামঃ আমাদের এই পশুর ওপর সওয়ার হওয়া ছাড়া অন্য কোন অবস্থায়
আমরা শহরে প্রবেশ করবো না। আমাদের অনমনীয়তার কথা সম্রাটকে জানানো হলে তিনি
আমাদের ইচ্ছা অনুযায়ী প্রবেশের অনুমতি দিলেন। আমরা তরবারি কাঁধে ঝুলিয়ে
সম্রাটের কক্ষ পর্যন্ত পৌঁছে গেলাম।
এভাবে হিশাম ইবনুল আস ও তার
সঙ্গীরা যখন রাজ দরবারের বাইরে নিজ নিজ পশুর পিঠ থেকে নামছিলেন তখন সম্রাট
তাদেরকে তাকিয়ে দেখছিলেন। তারা যখন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার
উচ্চারণ করছিলেন, বাতাসে আন্দোলিত খেজুর গাছের পাতার মত তারা কাঁপছিল।
সম্রাট লোক মারফত তাদের জানিয়ে দেন যে, এভাবে জোরে জোরে দ্বীন প্রচারের
অধিকার তাদের নেই। তারা সম্রাটের কাছে গেলেন।
সম্রাট সিংহাসনে এবং
রোমান সমরবিশারদরা নিজ নিজ আসনে উপবিষ্ট। সম্রাট হাসিমুখে তাদের বললেনঃ
আপনারা নিজেদের মধ্যে যেভাবে সালাম ও সম্ভাষণ বিনিময় করেন, সেইভাবে আমাকে
সম্ভাষণ জানালেন না কেন? সম্রাটের পাশেই বসা ছিল একজন প্রাঞ্জল আরবী ভাষী।
তারা বললেনঃ আমাদের সম্ভাষণ আপনার জন্য বৈধ নয়; আর আপনাদের সম্ভাষণও আমাদের
মুখে উচ্চারণ আমাদের জন্য উচিত নয়। সম্রাট প্রশ্ন করলেনঃ আপনারা নিজেদের
মধ্যে এবং আপনাদের বাদশাহকে কিভাবে সম্ভাষণ জানান? তারা বললেনঃ আসসালামু
আলাইকা। সম্রাট আবার প্রশ্ন করেনঃ আপনাদের সর্বশ্রেষ্ঠ বাক্য কি? তারা
বলেনঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার- আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই
এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ। অতঃপর তারা সম্রাটের নিকট দ্বীন ইসলামের বিভিন্ন
বিষয় যথাঃ সালাত, সাওম, হজ্জ,যাকাত ইত্যাদির পরিচয় তুলে ধরেন।
এই প্রতিনিধি
দল সম্রাটের অতিথি হিসাবে তিন দিন তার নিকট অবস্থান করে মদীনায়
প্রত্যাবর্তন করেন। বিভিন্ন সীরাত গ্রন্থে এই দাওয়াতী মিশনের বিস্তারিত
বিবরণ পাওয়া যায়। (আল ইসাবা-২/ ৪৭১, হায়াতুস সাহাবা-১/২০৪, ৪০৫,
৩/৫৫৭-৫৬২)। অবশ্য কোন কোন বর্ণনায় বলা হয়েছে, সম্রাট হিরাক্লিয়াসের দরবারে
তাবলীগী মিশন নিয়ে যিনি গিয়েছিলেন তিনি এ হিশাম নন, তিনি অন্য আর এক
হিশাম। (আল ইসাবা-৩/৭০৪)।
খলীফা হযরত আবু বকরের খিলাফতকালে দু একটি
সংঘর্ষের পর রোমানরা আজনাদাইনে বিপুল সৈন্য সমাবেশ করে যুদ্ধের জন্য
প্রস্তুত হয়। হিজরী ১৩ সনের জুমাদা আল-উলা মাসে সংঘর্ষ শুরু হয়। ওয়াকিদী
উম্মু বকর বিনতুল মিসওয়ারের সূত্রে উল্লেখ করেছেনঃ এ যুদ্ধে হিশাম যখন কিছু
মুসলিম সৈনিকের মধ্যে পলায়নী মনোবৃত্তি লক্ষ্য করলেন, স্বীয় মুখাবরণ ছুঁড়ে
ফেলে দিয়ে শত্রু ব্যুহের মাঝ বরাবর এগিয়ে গেলেন এবং চিৎকার করে বলতে
থাকলেনঃ ওহে মুসলিম সৈনিকবৃন্দ, আমি হিশাম ইবনুল আস। তোমরা আমার সাথে এসো।
তোমরা জান্নাত থেকে পালাচ্ছ? এই খৎনাবিহীন লোকেরা তোমাদের তরবারির
সামনে টিকে থাকতে পারে না। হিশামের সাথে যোগ দিয়ে মুসলিম বাহিনী রোমান
বাহিনীর ওপর প্রচণ্ড আক্রমণ চালায়। রোমান বাহিনী একটি সংকীর্ণ পথের মুখে
জমা হয়। পথের বিপরীত দিক থেকে হিশাম আক্রমণ চালান। রোমানরা সম্মিলিতভাবে
আক্রমণ করে তাকে হত্যা করে এবং তার লাশের ওপর দিয়ে পালিয়ে যায়। মুসলিম
সৈন্যরা সেখানে পৌঁছে তার পেষা লাশটি পদদলিত হওয়ার ভয়ে শত্রু বাহিনীর পিছু
ধাওয়া করতে ইতস্ততঃ করতে লাগলো। তখন তার বড় ভাই আমর (রাঃ) এসে বললেনঃ ওহে
লোক সকল, আল্লাহ তাকে শাহাদাত দান করেছেন, তার রুহটি উঠিয়ে নিয়েছেন এবং তার
দেহটি এখানে পড়ে আছে। অতঃপর মুসলিম সৈন্যরা তার লাশের ওপর দিয়ে সংকীর্ণ
পথটি অতিক্রম করে শত্রু বাহিনীর পিছু ধাওয়া করে। আমর ইবনুল আস (রাঃ) সেই
ছড়ানো ছিটানো লাশ একত্রিত করে দাফন করেন। (আল ইসাবা-৩/৬০৪)। তবে ইবনুল
মুবারকের মতে তিনি খলীফা উমারের (রাঃ) যুগে ইয়ারমুক যুদ্ধে শাহাদাত বরণ
করেন। (আল ইসতীয়াব, টীকা আল ইসাবা-৩/৫৯৩-৫৯৫)।
হিশাম ইবনুল আস তার
ভাই আমর ইবনুল আস অপেক্ষা বয়সে ছোট হলেও বড় ভাইয়ের চেয়ে বেশি নেককার ছিলেন।
হিশামের শাহাদাতের পর একবার কতিপয় কুরাইশ ব্যক্তি খানায়ে কাবার পেছনে বসে
তাদের দুই ভাইয়ের সম্পর্কে আলোচনা করছিল। এমন সময় তারা আমরকে তাওয়াফরত
অবস্থায় দেখতে পেয়ে তাকে প্রশ্ন করলোঃ আপনাদের দুজনের মধ্যে কে উত্তম- আপনি
না আপনার ভাই হিশাম? তিনি বললেনঃ আমার ও তার পক্ষ থেকে আমি বলছি। তার মা
হাশেম ইবনুল মুগীরার মেয়ে, আর আমার মা একজন দাসী। আমাদের পিতা আমার চেয়ে
তাকে বেশী ভালোবাসতেন। আর প্রত্যেক পিতার তার সন্তানের ব্যাপারে
দূরদৃষ্টির কথা তো তোমাদের জানা আছে। আমরা দুজন ভালো কাজে প্রতিযোগিতা
করেছি, সব সময় সে আমাকে পরাজিত করেছে। আমি ও সে দুজনেই যুদ্ধে যোগদান করি
এবং সারারাত দুজনই শাহাদাত লাভের জন্য আল্লাহর কাছে দুআ করি। আল্লাহ তার
দুআ কবুল করলেন এবং আমার দুআ ব্যর্থ হলো। (আল ইসাবা-১/৬০৪)।
হযরত রাসূলে কারীম (সাঃ) তাদের দুই ভাইয়ের ঈমানী দৃঢ়তার সাক্ষ্য দিয়ে গেছেন। তিনি বলেছেনঃ আসের দুই পুত্র হিশাম ও আমর মুমিন।
হিশামের শাহাদতের খবর শুনে হযরত উমার ফারুক (রাঃ) মন্তব্য করেছিলেনঃ
আল্লাহ তাঁর ওপর রহমত নাযিল করুন। তিনি ইসলামের একজন উত্তম সেবক ছিলেন।
লেখকঃ ড. মুহাম্মাদ আবদুল মাবুদ
আরবী বিভাগ, ঢাকা
বিশ্ববিদ্যালয়, ঢাকা।
(বইঃ আসহাবে রাসূলের জীবনকথা – দ্বিতীয় খন্ড)
No comments:
Post a Comment