ইনসাফের
ব্যাপারে আপোষহীন উমারের (রাঃ) শাসনদণ্ডকে ভয় না করেন এমন মানুষ নেই।
একদিন দেখা
গেল সেই উমর ইবনুল খাত্তাব ভারি একটি পানির মশক ঘাড়ে নিয়ে হাঁটছেন।
বিস্মিত,
বিক্ষুব্ধ তাঁর পুত্র তাকে জিজ্ঞাসা করলেন, “কেন আপনি এরূপ করছেন?”
উমর (রাঃ)
বললেন, “আমার মন অহংকার ও আত্মগরিমায় লিপ্ত হয়েছিল, তাই ওকে আমি শায়েস্তা করার
সিদ্ধান্ত নিয়েছি।”
উমর (রাঃ)
ন্যায়দণ্ডের রক্ষায় মানুষের ব্যাপারে যেমন কঠোর ছিলেন, তেমনি কঠোর ছিলেন নিজের
ব্যাপারেও।
বইঃ আমরা সেই সে জাতি – তৃতীয় খণ্ড
No comments:
Post a Comment