কোন
এক প্রয়োজনে খলিফা উমর (রাঃ) এসেছিলেন আরবেরই ‘উসফান’ নামক স্থানে। খলিফা সেখানে
মক্কার গভর্নর নাফেকেও ডেকে পাঠিয়েছিলেন।
নাফের
সাথে যখন উসফানে উমর (রাঃ)-এর সাক্ষাৎ হলো,
তখন তিনি নাফেকে (রাঃ) জিজ্ঞাসা করলেন, ‘মক্কায়
তুমি কাকে তোমার স্থলাভিষিক্ত করে এসেছ?’
নাফে বললেন, ‘আজাদকৃত গোলাম ইবনে আবজাকে আমার স্থলাভিষিক্ত করে এসেছি।’
নাফে বললেন, ‘আজাদকৃত গোলাম ইবনে আবজাকে আমার স্থলাভিষিক্ত করে এসেছি।’
উমর
(রাঃ) ইবনে আবজাকে পুরোপুরি জানতেন না। বললেন, “সেকি! একজন আজাদকৃত গোলামকে মক্কাবাসীদের উপর নিজের
স্থলাভিষিক্ত করে দিয়ে এলে?”
নাফে
বলল, “তিনি কুরআনে
অভিজ্ঞ, শরীয়তে সুপণ্ডিত এবং সুবিচারক।”
উমর
(রাঃ) স্বগতোক্তির মত বললেন, “হবেই তো! রাসূল (সাঃ) বলে গেছেন, আল্লাহ তায়ালা এই
কিতাব দ্বারা অনেককে ওপরে তুলবেন, অনেককে নীচে নামাবেন।”
লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি – তৃতীয় খণ্ড
No comments:
Post a Comment