ইসলামী
সাম্রাজ্যের রাজধানী। খলিফা উমর (রাঃ) লোকদের মধ্যে বায়তুল মালের কিছু অর্থ বণ্টন
করছেন।
স্বাভাবিকভাবেই
বিরাট ভিড় জমে গেছে।
এ সময়
সেখানে এলেন সা’দ ইবনে
আবী ওয়াক্কাস (রাঃ)। তিনি প্রভাবশালী ও অভিজাত মায়ের সন্তান।
ভিড়
দেখার পর অন্যান্যদের মত তাঁর ধৈর্য ধরার দরকার ছিল, কিন্তু তা তিনি করলেন না।
তিনি
ভিড় ঠেলে, দু’হাত দিয়ে লোকদের সামনে থেকে সরিয়ে উমরের কাছে গিয়ে হাজির হলেন।
উমর
(রাঃ) ব্যাপারটা আগেই লক্ষ্য করেছিলেন।
সুতরাং
সা’দ ইবনে আবী ওয়াক্কাস
(রাঃ) তাঁর সামনে হাজির হতেই উমর (রাঃ) তাঁর হাতের দোররা কষলেন তাঁর পিঠে। উপস্থিত
সবাই দেখল খলিফা একটা দোররা মেরেছেন সা’দ ইবনে আবী
ওয়াক্কাসকে।
দোররা
মারার পর হযরত উমর (রাঃ) সা’দ ইবনে আবী ওয়াক্কাসকে লক্ষ্য করে বললেন, “সবার এবং
সবকিছুর উপরে যে আল্লাহর আইন, তা তোমার মনে নেই। আল্লাহর
আইনের মুকাবিলায় তোমার কানাকড়িও যে মূল্য নেই, এটা তোমাকে
বুঝিয়ে দেয়া প্রয়োজনীয় হয়ে পড়েছিল।”
লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি – তৃতীয় খণ্ড
No comments:
Post a Comment