আবু
আকিল লাবিদ (রাঃ) বিন রাবিয়াহ আমেরী আরবের জাহেলী যুগের একজন শ্রেষ্ঠ কবি। সেই
যুগেও সবচেয়ে সম্মানিত কা’বাঘরে যে সাত কবির কবিতা টাঙ্গিয়ে রাখা হতো, তাদের
একজন কবি লাবিদ।
কবি
লাবিদের কয়েকটি কবিতা মহানবী (সাঃ) খুবই পছন্দ করতেন। সেগুলোর মধ্যে জাহেলী যুগের
লিখা হলেও একটা পংক্তি ছিল তাঁর খুবই পছন্দ। যার অনুবাদ- “সতর্ক থেকো, আল্লাহ
ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে।” স্বয়ং মহানবীর উক্তিঃ কবিদের
কবিতার মধ্যে লাবিদের এই কবিতা খুবই ভালো।
সেই
কবি লাবিদ বদলে গেল ইসলাম গ্রহণের পর। ৯ম হিজরী সালে ১১৩ বছর বয়সে মদীনায় এসে
মহানবীর কাছে ইসলাম গ্রহণ করেন তিনি।
ইসলাম
গ্রহণের পর আরও ৩২ বছর জীবিত ছিলেন কবি লাবিদ। এই দীর্ঘ সময়ে একটি অথবা দু’টি কবিতা লিখেন তিনি।
তখন
খলিফা উমর ফারুকের খিলাফতের সময়।
খলিফা
একদিন কবি লাবিদকে জিজ্ঞাসা করে পাঠালেন,
‘ইসলামী যুগে তিনি কোন্ কবিতা রচনা করেছেন।’
কবি
লাবিদ উত্তরে তাঁকে জানালেন, ‘কবিতার বিনিময়ে আল্লাহ তাঁকে সূরা বাকারাহ এবং সূরা আলে-ইমরান প্রদান
করেছেন।’
অর্থাৎ
অপরূপ আল-কুরআন পাবার পর তিনি আর কবিতা রচনার প্রয়োজন অনুভর করেননি।
বইঃ আমরা সেই সে জাতি – তৃতীয় খণ্ড
No comments:
Post a Comment