Saturday, March 14, 2020

হযরত উমর (রাঃ)-এর কঠোর সিদ্ধান্ত

হযরত আবু বকর (রাঃ)-এর খিলাফতকাল। দুই সাহাবী আকরা বিন হারিস এবং আইনিয়া বিন হাসান আবু বকরের দরবারে হাজির হলেন।

মহানবী (সাঃ) তালিফে কুলূব হিসেবে যাদের সাহায্য করতেন, আকরা তাদের একজন। তারা খলিফা আবু বকরের কাছে জায়গীর’-এর আবেদন জানালেন।

আবু বকরের দরবারে তখন উমর ফারুক (রাঃ) হাজির ছিলেন। তিনি আকরা (রাঃ)-কে উদ্দেশ্য করে বললেন, “রাসূলুল্লাহ (সাঃ) তোমাকে তালিফে কুলূব করতেন। এখন তোমার পরিশ্রম করা উচিত।

আবু বকর (রাঃ) রাসূল (সাঃ)-এর আমলের সকল দান ও উপঢৌকন বহাল রাখেন এবং আকরা ও আইনিয়া হাসানের আবেদন অনুসারে তাদের জমি বরাদ্দের লিখিত নির্দেশ দিলেন।

এর অনেক পরের ঘটনা।

তখন উমর ফারুক (রাঃ)-এর শাসনকাল।

আকরা (রাঃ) এবং আইনিয়া হাসান এলেন তাঁর কাছে এবং আবেদন করলেন আবু বকর (রাঃ) কর্তৃক নির্দেশ বহাল রাখার জন্যে।

উমর (রাঃ) তাদের আবেদন প্রত্যাখ্যান করলেন এবং বললেন, “আল্লাহ ইসলামের বিজয় দিয়েছেন এবং তোমাদের থেকে মুখাপেক্ষীহীন করেছেন। এখন তোমরা (জায়গীর ও উপঢৌকন ছাড়া) ইসলামের উপর মজবুতভাবে দাঁড়িয়ে যাও। নচেৎ আমাদের ও তোমাদের মধ্যে তরবারিই ফায়সালা করবে।

উমর (রাঃ)-এর এই সিদ্ধান্ত কঠোর হলেও তার মধ্যে কোন বিরূপ প্রতিক্রিয়াই হলো না। আকরা (রাঃ) হাসিমুখে ও আন্তরিকতার সাথে এই সিদ্ধান্ত মেনে নিলেন। অতঃপর জিহাদের ময়দান হলো আকরা (রাঃ)-এর স্থান। যুদ্ধরত অবস্থায়ই তিনি শাহাদাত বরণ করেন।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

No comments:

Post a Comment