মুসলিম
বাহিনী যাত্রা করেছে মু’তা অভিযানে।
বাহিনীর
সেনাপতি উসামা বিন যায়েদ।
উসামা
ঘোড়ায় সওয়ার।
বাহিনীকে
বিদায় দেয়ার জন্য খলিফা আবু বকর (রাঃ) উসামার ঘোড়ার পাশাপাশি হেঁটে চলেছেন।
অস্বস্তিবোধ
করছেন উসামা। মহামান্য খলিফাতুর রাসূল (সাঃ) হাঁটবেন আর উসামা তাঁরই সামনে ঘোড়ায়
বসে থাকবে।
উসামা
খলিফা আবু বকর (রাঃ)-কে বললেন, হে খলিফাতুর রাসূল, আপনি সাওয়ারিতে উঠুন, নয়তো আমি ঘোড়া থেকে নেমে পড়ব।
সংগে
সংগে আবু বকর (রাঃ) বললেন, ‘আল্লাহর কসম, তুমি নিচে নেমনা।’ এই কথা আবু বকর (রাঃ) তিন বার উচ্চারণ করলেন।
অথচ
এই উসামা আযাদ করা দাস যায়েদের সন্তান।
উসামার
এই বাহিনীতে উমর ছিলেন এক সাধারণ সৈনিক।
উসামার
বাহিনীর সাথে উমারও যাচ্ছেন মু’তা অভিযানে।
শেষ
মুহূর্তে খলিফা আবু বকরের মনে পড়ল, উমরের মদীনা থেকে অনুপস্থিত থাকা উচিত নয়। তাঁকে খলিফার দরকার হবে। কিন্তু
তিনি তো উমর (রাঃ)-কে মদনিায় থাকার নির্দেশ দিতে পারেন না। সেনাপতি উসামা তাঁর
একজন সৈনিককে নিয়ে যাবেন না রেখে যাবেন, সে সিদ্ধান্ত
সম্পূর্ণ উসামার।
খলিফা
আবু বকর উসামাকে নির্দেশ নয় অনুরোধ করলেন,
‘যদি আপনি ভাল মনে করেন, তবে অনুগ্রহপূর্বক
উমরকে আমার সাহায্যের জন্যে রেখে যান।’
ইসলামের
এই সাম্য ও গণতন্ত্রের কোন তুলনা নেই পৃথিবীতে।
লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি – তৃতীয় খণ্ড
No comments:
Post a Comment