বদর যুদ্ধের পরের ঘটনা।
মক্কায় কুরাইশরা বদর যুদ্ধে
পরাজয়ের প্রতিশোধ নিতে পাগল হয়েছে তখন।
রাত-দিন তারা ব্যস্ত শলাপরামর্শ আর
আয়োজনের তৎপরতায়। মহানবী (সাঃ) কুরাইশদের যুদ্ধ প্রস্তুতির খোঁজ-খবর নেবার জন্যে
একটা অনুসন্ধানী দল প্রেরণ করলেন।
দশজনের সে দলটির নেতৃত্ব দিলেন
আসেম ইবনে সাবিত।
অনুসন্ধানী এ দলটি মক্কা ও উসফানের
মধ্যবর্তী হাদয়াহ পর্যন্ত পৌঁছলে তা টের পেয়ে গেল হোযায়েল গোত্রের বনু লেহিয়ান
শাখা।
খবর পাওয়ার সাথে সাথেই ওরা দু’শ’ তীরন্দাজের একটা বাহিনী প্রেরণ করল নবী
(সাঃ) প্রেরিত অনুসন্ধানী দলকে ধরার জন্যে।
ক্ষুদ্র দলটি ওরা ঘিরে ফেলল।
আসেম ইবনে সাবিতের নেতৃত্বাধীন ১০
জনের ক্ষুদ্র বাহিনীটি ঘেরাও হয়ে পড়ার পর একটা পাহাড়-শীর্ষে উঠে দাঁড়াল।
শত্রুবাহিনী পাহাড়টির চারদিকে ঘিরে
দাঁড়িয়ে মুসলমানদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলল, তোমাদের একজনকেও
হত্যা করব না।
দলনেতা আসেম ইবনে সাবিত
পাহাড়-শীর্ষ থেকে বললেন, আল্লাহর
শপথ, কাফেরের প্রদত্ত
নিরাপত্তায় আমরা পাহাড় থেকে নামব না।
চারদিক থেকে বৃষ্টির মত তীর বর্ষণ
শুরু হলো। একে একে ওরা ঢলে পড়তে লাগল মৃত্যুর কোলে। তীরে তীরে ক্ষত-বিক্ষত আসেম
ইবনে সাবিতেরও সময় ঘনিয়ে এল। প্রার্থনার জন্য হাত তুললেন তিনি। বললেন, “হে আল্লাহ, আমাদের অবস্থার খবর
আপনার নবীকে জানিয়ে দিন।”
লেখকঃ
আবুল আসাদ
বইঃ
আমরা সেই সে জাতি [তৃতীয় খণ্ড]
No comments:
Post a Comment