Tuesday, December 4, 2018

সূরা লাহাব (Sura Lahab)


 111.1
সূরা লাহাব 
(মক্কায় অবতীর্ণ- আয়াত ০৫, রুকু ০১) 
In the name of Allah, Most Gracious, Most Merciful.
(পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে-)  
 Perish the hands of the Father of Flame! Perish he!
(ইসলাম বিরােধিতার কারণে দুনিয়া আখেরাতে) আবু লাহাবের দুটো হাতই ধ্বংস হয়ে যাক- ধ্বংস হয়ে যাক সে নিজেও;
 111.2
No profit to him from all his wealth, and all his gains! 
তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোন কাজে আসবে না;
 111.3
Burnt soon will he be in a Fire of Blazing Flame!
(বরং তা জ্বলন্ত অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হবে,) সে অচিরেই আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে,
 111.4
 His wife shall carry the [crackling] wood - As fuel!-
(সাথে থাকবে) জ্বালানি কাঠের বােঝা বহনকারী তার স্ত্রীও;
 111.5
 A twisted rope of palm-leaf fibre round her [own] neck!
(মনে হবে) তার গলায় যেন খেজুর পাতার পাকানাে শক্ত রশি জড়িয়ে আছে।

No comments:

Post a Comment