এই হাদীস শুনানোর
পরবর্তীকালে হযরত
উমার (রাঃ) বলেছিলেন, “সত্যই
জগতে এমন কোন উত্তম কাজ নেই, যা
আবুবকর (রাঃ)
সর্বাগ্রে সুসম্পন্ন না করেন। এটা আমার অনুমান নয়, অভিজ্ঞতার কথা। একদিন আমি অশীতিপর এক বৃদ্ধার উপবাসের
কথা শুনে কিছু খাবার নিয়ে তার বাড়ীতে গিয়ে উপস্থিত হলাম। কিন্তু গিয়েই শুনলাম,
কে একজন দয়ালু
ব্যক্তি অল্পক্ষণ আগে আহার করিয়ে গেছেন। আমি সেদিন ফিরে এসে পরের দিন একই ভাবে
কিছু আহার নিয়ে
তার কাছে গেলাম। কিন্তু একই ঘটনা প্রত্যক্ষ করলাম, কে একজন আমার যাওয়ার পূর্বেই তাকে আহার করিয়ে গেছে।
কে এই দয়ালু ব্যাক্তি, কে এমন নিয়ম বেঁধে
তাকে আহার করিয়ে যায়, তা জানবার জন্য আমার জিদ চেপে গেল। পরের
দিন সকাল সকাল আমি বৃদ্ধার বাড়ি গিয়ে হাজির
হলাম। আমার আজকের শপথ, বৃদ্ধাকে আজ আমার
আহার করাতেই হবে, সে ব্যক্তিকে আজ আমাকে দেখতেই হবে।
কিন্তু দুর্ভাগ্য, বৃদ্ধার
গৃহমধ্যে ঢুকতে যাচ্ছি এমন সময় দেখলাম, শূণ্য
বাসন পেয়ালা নিয়ে আবু বকর (রাঃ) বের হয়ে
আসছেন। আমি তাঁকে সালাম জানিয়ে বললাম. ‘বন্ধুবর’
আমিও
এটাই অনুমান করেছিলাম। তিনি নীরব হাস্যে আমাকে প্রতিসালাম জানিয়ে
করমর্দন করে বাড়ীর পথ ধরলেন।”
লেখকঃ আবুল আসাদ (আমরা সেই সে জাতি-প্রথম খন্ড)
No comments:
Post a Comment