Wednesday, December 5, 2018

সূরা আল কাফেরূন (Sura Al Kafirun)


 109.1
সূরা আল কাফেরূন 
(মক্কায় অবতীর্ণ- আয়াত ০৬, রুকু ০১)
In the name of Allah, Most Gracious, Most Merciful.
(পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে-)
Say : O ye that reject Faith!
(হে নবী,) তুমি বলে দাও, হে কাফেররা,
 109.2
I worship not that which ye worship,
আমি (তাদের) এবাদাত করি না- যাদের এবাদাত তােমরা করাে,
 109.3
Nor will ye worship that which I worship.
না তােমরা (তাঁর) এবাদাত করাে- যাঁর এবাদাত আমি করি-
 109.4
And I will not worship that which ye have been wont to worship,
এবং আমি (কখনােই তাদের) এবাদাত করবাে না যাদের তােমরা এবাদাত করাে,
 109.5
Nor will ye worship that which I worship.
না তােমরা কখনাে (তাঁর) এবাদাত করবে যাঁর এবাদাত আমি করি;
 109.6
To you be your Way, and to me mine.
(অতএব) তােমাদের পথ তােমাদের জন্যে, আর আমার পথ আমার জন্যে।

No comments:

Post a Comment