একদিন মহানবী (সাঃ)
তাঁর সামনে উপস্থিত সাহাবাদের লক্ষ্য করে বললেন, “তোমাদের মধ্যে এমন কে আছ যে আজ রোযা
রেখেছ?” হযরত
আবুবকর (রাঃ) বললেন, “ইয়া
রাসূলুল্লাহ, আমি
রোযা রেখেছি।” নবী (সাঃ) বললেন,
“এমন কে আছ যে,
আজ কোন
শবাধারের সাধে গমন করে জানাযার নামায পড়েছ?” আবুবকর (রাঃ) বললেন, “এইমাত্র আমি একাজ সমাধা করে এখানে এসেছি।” মহানবীর (সাঃ) কণ্ঠ থেকে আবার ঘোষিত
হলো, “আচ্ছা এমন ব্যক্তি কে
আছ যে আজ কোন পীড়িতের সেবা করেছ? হযরত আবুবরক
(রাঃ) বললেন, “আজ
আমি এক পীড়িত ব্যক্তির সেবা করেছি।” মহানবী
(সাঃ) আবারও
বললেন, “আজ
কিছু দান করেছ, এমন
ব্যক্তি এই মজলিসে কেউ আছ?” সলজ্জভাবে হযরত
আবুবকর উত্তরে বললেন, “এক
অতিথিকে আমি সামান্য কিছু অর্থ সাহায্য করতে পেরেছি।” অবশেষে বিশ্বনবী (সাঃ) বললেন, “একদিনে যিনি এতগুলো সৎকাজ করেছেন
নিশ্চয়ই তিনি জান্নাতে প্রবেশ করবেন।”
লেখকঃ আবুল আসাদ (আমরা সেই সে জাতি-প্রথম খন্ড)
No comments:
Post a Comment