Saturday, July 20, 2019

সূরা আল-আসর

সূরার নামের অর্থঃ

মহাকাল/যুগ/সময়

[মক্কায় অবতীর্ণ- আয়াত ০৩, রুকু ০১] [কোরআনে অবস্থান ১০৩, অবতীর্ণের অনুক্রম ১৩]
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে-

১. সময়ের শপথ,

২. মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে (নিমজ্জিত) আছে,

৩. সে লোকগুলো বাদে, যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান এনেছে, নেক কাজ করেছে, একে অপরকে (নেক কাজের) তাগিদ দিয়েছে এবং (এই পথে) একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে।

অনুবাদকঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।

No comments:

Post a Comment