Monday, July 29, 2019

সূরা আত-তীন [ডুমুর]

[মক্কায় অবতীর্ণ- আয়াত ০৮, রুকু ০১] [কোরআনে অবস্থান ৯৫, অবতীর্ণের অনুক্রম ২৮]

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে-

১. শপথ ‘তীন’ ও ‘যায়তুন’-এর,

২. শপথ সিনাই উপত্যকার তূর পর্বতের,

৩. শপথ এ নিরাপদ (মক্কা) নগরীর,

৪. অবশ্যই আমি মানুষকে সুন্দরতম অবয়বে পয়দা করেছি,

৫. তারপর (অকৃতজ্ঞতার কারণে) আমি তাকে সর্বনিম্নস্তরে নিক্ষেপ করবো,

৬. তবে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, (তাদের কথা আলাদা,) তাদের জন্যে রয়েছে এমন সব পুরস্কার, যা কোনোদিন শেষ হবে না;

৭. (বলতে পারো,) এরপরও কোন জিনিস তোমাকে শেষ বিচারের দিনটিকে মিথ্যা প্রতিপন্ন করাচ্ছে?

৮. আল্লাহ তায়ালা কি সব বিচারকের (তুলনায়) শ্রেষ্ঠ বিচারক নন?

অনুবাদকঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।

No comments:

Post a Comment