সত্য প্রত্যাখ্যানকারীগণ/অস্বীকারকারীগণ/অবিশ্বাসীগণ
[মক্কায় অবতীর্ণ- আয়াত ০৬,
রুকু ০১] [কোরআনে অবস্থান ১০৯, অবতীর্ণের
অনুক্রম ১৮]
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র
নামে-
২. আমি (তাদের) এবাদাত করি না- যাদের এবাদাত তোমরা করো,
৩. না তোমরা (তাঁর) এবাদাত করো- যাঁর এবাদাত আমি করি-
৪. এবং আমি (কখনোই তাদের) এবাদাত করবো না যাদের তোমরা এবাদাত করো,
৫. না তোমরা কখনো (তাঁর) এবাদাত করবে যাঁর এবাদাত আমি করি;
৬. (অতএব) তোমাদের পথ তোমাদের জন্যে, আর আমার পথ আমার জন্যে।
অনুবাদকঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।
No comments:
Post a Comment