Monday, July 29, 2019

সূরা আল-লাইল [রাত]

[মক্কায় অবতীর্ণ- আয়াত ২১, রুকু ০১] [কোরআনে অবস্থান ৯২, অবতীর্ণের অনুক্রম ০৯]

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে-

১. রাতের শপথ- যখন তা (আঁধারে) ঢেকে যায়,

২. দিনের শপথ- যখন তা (আলোয়) উদ্ভাসিত হয়,

৩. পুরুষ ও নারী যা তিনি সৃষ্টি করেছেন- (তারও শপথ,)

৪. অবশ্যই তোমাদের চেষ্টা-সাধনা (হবে) নানামুখী;

৫. অতএব যে (আল্লাহর পথে) দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে-

৬. এবং ভালো কথাগুলোকে যে সত্য বলে মেনে নিয়েছে,

৭. অতপর আমি তার আরামের জন্যে পথ চলা সহজ করে দেবো;

৮. যে ব্যক্তি কার্পণ্য করেছে এবং বেপরোয়া ভাব দেখিয়েছে-

৯. এবং যে ভালো কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে,

১০. অতপর আমি তার দুঃখ কষ্টের জন্যে (পথ) চলা সহজ করে দেবো,

১১. তার (রাশি রাশি) ধনসম্পদ তার কাজে লাগবে না- যখন তার পতন হয়ে যাবে,

১২. অবশ্যই (মানুষকে) সঠিক পথ প্রদর্শন করার দায়িত্ব আমার ওপর,

১৩. দুনিয়া আখেরাতের (নিরংকুশ মালিকানা) আমারই জন্যে।

১৪. অতএব আমি তোমাদের জ্বলন্ত অগ্নিকুন্ডের ব্যাপারে সাবধান করছি,

১৫. নির্ঘাত পাপী ছাড়া অন্য কেউই সেখানে প্রবেশ করবে না,

১৬. যে (এ দিনকে) মিথ্যা প্রতিপন্ন করেছে এবং (হেদায়াত থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে;

১৭. যে (আল্লাহকে) বেশী বেশী ভয় করে তাকে অবশ্যই আমি বাঁচিয়ে দেবো,

১৮. যে ব্যক্তি (নিজেকে) পরিশুদ্ধ করার জন্যে (আল্লাহর পথে অর্থ সম্পদ) ব্যয় করে,

১৯. (অথচ) তোমাদের কারোই তাঁর কাছে এমন (কিছু পাওনা) ছিলো না যে, তোমাদের কোনো রকম প্রতিদান দেয়া হবে,

২০. (হ্যাঁ, পাওনা) এটুকুই যে, সে শুধু তার মহান মালিকের সন্তুষ্টি কামনা করবে,

২১. (এ কারণে) অচিরেই তার মালিক (তার ওপর) সন্তুষ্ট হবেন।

অনুবাদকঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।

No comments:

Post a Comment