Saturday, July 20, 2019

সূরা আল-হুমাযাহ

সূরার নামের অর্থঃ

পরনিন্দাকারী/অপবাদ রটনাকারী

[মক্কায় অবতীর্ণ- আয়াত ০৯, রুকু ০১] [কোরআনে অবস্থান ১০৪, অবতীর্ণের অনুক্রম ৩২]
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে-

১. দুর্ভোগ রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে, যে (মানুষদের) নিন্দা করে,

২. যে (কাঁড়ি কাঁড়ি) অর্থ জমা করে এবং তা গুনে রাখে,

৩. সে মনে করে, (তার এ) অর্থ তাকে (এ দুনিয়ায়) স্থায়ী করে রাখবে;

৪. না, কখনো নয়, অল্পদিনের মধ্যেই সে নির্ঘাত চূর্ণবিচূর্ণকারী আগুনে নিক্ষিপ্ত হবে,

৫. তুমি কি জানো, (এই) চূর্ণবিচূর্ণকারী আগুন কেমন?

৬. (এ হচ্ছে সম্পদলোভীদের জন্যে) আল্লাহ তায়ালার প্রজ্বলিত এক আগুন,

৭. যা (এর দহন যন্ত্রণাসহ) মানুষের হৃদয়ের ওপর পর্যন্ত পৌঁছে যাবে;

৮. (অগ্নিকুণ্ডলীর গর্ত বন্ধ করে) তাদের ওপর ঢাকনা দিয়ে রাখা হবে,

৯. (তা গেড়ে) রাখা হবে উঁচু উঁচু থামের মধ্যে

অনুবাদকঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।

No comments:

Post a Comment