সূরার
নামের অর্থঃ
মানবজাতি
মানবজাতি
[মক্কায় অবতীর্ণ- আয়াত ০৬, রুকু ০১] [কোরআনে
অবস্থান ১১৪, অবতীর্ণের অনুক্রম ২১]
পরম
করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে-
১.
(হে নবী,) তুমি বলো,
আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে,
২.
(আমি আশ্রয় চাই) মানুষের বাদশাহের কাছে,
৩. (আমি
আশ্রয় চাই) মানুষের মাবুদের কাছে,
৪.
(আমি আশ্রয় চাই) কুমন্ত্রণাদানকারীর অনিষ্ট থেকে, যে (প্ররোচনা দিয়ে) গা ঢাকা দেয়,
৫. যে
মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়,
৬.
জ্বীনদের মধ্য থেকে (হোক বা) মানুষদের মধ্য থেকে হোক (তাদের অনিষ্ট থেকে আমি
আল্লাহ তায়ালার কাছে আশ্রয় চাই)।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।
No comments:
Post a Comment