সূরার
নামের অর্থঃ
হাতি
হাতি
[মক্কায়
অবতীর্ণ- আয়াত ০৫, রুকু
০১] [কোরআনে অবস্থান ১০৫, অবতীর্ণের
অনুক্রম ১৯]
পরম
করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে-
১.
তুমি কি দেখোনি তোমার মালিক (কা'বা ধ্বংসের জন্যে আগত) হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন?
২.
তিনি কি (সেদিন) তাদের যাবতীয় ষড়যন্ত্র নস্যাৎ করে দেননি?
৩. তিনি
তাদের ওপর ঝাঁকে ঝাঁকে (আবাবীল) পাখি পাঠিয়েছেন,
৪. এ
পাখিগুলো তাদের ওপর (নুড়ি) পাথরের টুকরো নিক্ষেপ করছিলো,
৫. অতপর
তিনি তাদের জন্তু জানোয়ারের চর্বিত (ঘাস পাতা)-এর মতো করে দিলেন।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।
No comments:
Post a Comment