সূরার
নামের অর্থঃ
প্রাচুর্যের প্রতিযোগিতা
প্রাচুর্যের প্রতিযোগিতা
[মক্কায় অবতীর্ণ- আয়াত ০৮, রুকু ০১] [কোরআনে অবস্থান ১০২, অবতীর্ণের অনুক্রম ১৬]
পরম
করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে-
১.
অধিক (সম্পদ) লাভের পারস্পরিক প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে,
২.
এমনি করেই (ধীরে ধীরে) তোমরা কবরের কাছে গিয়ে হাযির হবে;
৩.
না, এমনটি কখনো নয়, তোমরা
অচিরেই জানতে পারবে,
৪.
কখনো নয়, তোমরা অতি
সত্বরই (এই অবহেলার পরিণাম) জানতে পারবে;
৫.
(কতো ভালো হতো!) যদি তোমরা সঠিক জ্ঞান কি- তা জানতে পারতে;
৬.
অবশ্যই তোমরা (সেদিন) জাহান্নাম দেখবে,
৭. হ্যাঁ,
তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে তা দেখতে পাবে,
৮. এরপর
(আল্লাহ তায়ালার) নেয়ামত সম্পর্কে তোমাদের সেদিন অবশ্যই জিজ্ঞেস করা হবে।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।
No comments:
Post a Comment