Saturday, July 20, 2019

সূরা আল-মাউন

সূরার নামের অর্থঃ

ক্ষুদ্র সহযোগিতা/গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটখাটো জিনিস (ব্যবহার করতে দিয়ে/ধার দিয়ে/বিনিময় করে) সাহায্য-সহয়তা করা

[মক্কায় অবতীর্ণ- আয়াত ০৭, রুকু ০১] [কোরআনে অবস্থান ১০৭, অবতীর্ণের অনুক্রম ১৭]
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে-

১. তুমি কি সে ব্যক্তির কথা ভেবে দেখেছো, যে শেষ বিচারের দিনকে অস্বীকার করে,

২. এ হচ্ছে সে ব্যক্তি, যে (নিরীহ) এতীমকে গলাধাক্কা দেয়,

৩. মেসকীনদের খাবার দিতে কখনো যে (অন্যদের) উৎসাহ দেয় না;

৪. (মর্মান্তিক) দুর্ভোগ রয়েছে সেসব (মোনাফেক) নামাযীর জন্যে,

৫. যারা নিজেদের নামায থেকে উদাসীন থাকে,

৬. তারা কাজকর্মে প্রদর্শনী করে-

৭. এবং মানুষদের ব্যবহারিক জিনিসপত্র পর্যন্ত (যারা অন্যদের) দিতে বারণ করে।

অনুবাদকঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।

No comments:

Post a Comment