সূরার
নামের অর্থঃ
যারা উর্ধ্বশ্বাসে দৌড়ায়/অভিযানকারী
যারা উর্ধ্বশ্বাসে দৌড়ায়/অভিযানকারী
[মক্কায় অবতীর্ণ- আয়াত ১১, রুকু
০১] [কোরআনে অবস্থান ১০০, অবতীর্ণের অনুক্রম ১৪]
পরম করুণাময়
ও অসীম দয়ালু আল্লাহ্র
নামে-
১. শপথ দ্রুতগামী ঘোড়াগুলোর, যারা (ঊর্ধ্বশ্বাসে) শব্দ করতে
করতে দৌড়ায়,
২. শপথ সেসব সাহসী ঘোড়ার, যাদের খুরে অগ্নিস্ফুলিংগ বের হয়,
৩. শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যুষে ধ্বংসলীলা
ছড়ায়,
৪. অতপর তারা বিপুল পরিমাণ ধুলাও উড়ায়,
৫. শত্রু শিবিরে পৌঁছে তারা তা ছিন্নভিন্ন
করে দেয়,
৬. অবশ্যই মানুষ তার মালিকের ব্যাপারে
বড়োই অকৃতজ্ঞ,
৭. আর তার (এ অকৃতজ্ঞ আচরণ)-এর ওপর সে তো (নিজেই) সাক্ষী,
৮. অবশ্য সে (মানুষটি)
ধন-দৌলতের মোহেই বেশী মত্ত;
৯. সে কি (একথা)
জানে না যে, কবরের ভেতর যা কিছু আছে তা যখন উত্থিত
হবে-
১০. এবং (মানুষের)
অন্তরে যা (ছিলো তখন) তা
প্রকাশ করে দেয়া হবে,
১১. এদের (সবার)
সম্পর্কে অবশ্যই তাদের মালিকই সবচেয়ে ভালো জানবেন।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।
No comments:
Post a Comment