[মক্কায় অবতীর্ণ- আয়াত ০৭, রুকু ০১]
১. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে-
২. সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্যে-তিনি সৃষ্টিকুলের মালিক,
৩. তিনি পরম দয়ালু, অতি মেহেরবান,
৪. তিনি বিচার দিনের মালিক।
৫. (হে প্রভূ,) আমরা তােমারই বন্দেগী করি এবং তােমারই সাহায্য চাই।
৬. তুমি আমাদের (সরল ও) অবিচল পথটি দেখিয়ে দাও-
৭. তাদের পথ- যাদের ওপর তুমি অনুগ্রহ করেছে, তাদের (পথ) নয়- যাদের ওপর অভিশাপ দেয়া হয়েছে এবং (তাদের পথও নয়) যারা পথভ্রষ্ট হয়ে গেছে।
অনুবাদকঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।
No comments:
Post a Comment