[মক্কায়
অবতীর্ণ- আয়াত ১৫, রুকু
০১] [কোরআনে অবস্থান ৯১, অবতীর্ণের
অনুক্রম ২৬]
পরম
করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে-
১.
শপথ সূর্যের এবং তার রৌদ্রচ্ছটার,
২.
শপথ চাঁদের- যখন সে তার পেছনে পেছনে আসে,
৩.
শপথ দিনের- যখন সে তাকে আলোকিত করে,
৪.
শপথ রাতের- যখন সে তাকে ঢেকে দেয়,
৫.
শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন- তাঁর,
৬.
শপথ পৃথিবীর এবং যিনি একে বিছিয়ে দিয়েছেন- তাঁর,
৭.
শপথ মানব প্রকৃতির এবং যিনি তার যথাযথ বিন্যাস স্থাপন করেছেন- তাঁর,
৮.
অতপর আল্লাহ তায়ালা তাকে তার পাপ ও (পাপ থেকে) বেঁচে থাকা (-র বিশেষ জ্ঞান)
প্রদান করেছেন,
৯.
নিসন্দেহে মানুষের মধ্যে সে-ই সফলকাম যে (পাপ থেকে দূরে থেকে) তাকে পরিশুদ্ধ করেছে,
১০.
আর যে (ব্যক্তি পাপে নিমজ্জিত হয়ে) তাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে,
১১.
সামুদ জাতি তার অবাধ্যতার সাথে (আল্লাহর নবীকে) মিথ্যা প্রতিপন্ন করেছিলো,
১২.
যখন তাদের বড়ো না-ফরমান ব্যক্তিটি ষড়যন্ত্রে মেতে ওঠলো,
১৩.
অতপর আল্লাহর নবী তাদের বললো, (এ হচ্ছে) আল্লাহর পাঠানো উটনী, আর এ হচ্ছে তার পানি
পান (করার জায়গা);
১৪.
কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো,
অতপর উটনীটিকে তারা নলি কেটে (হত্যা করে) ফেললো, তাদের এ না-ফরমানীর কারণে তাদের মালিক তাদের ওপর বিপর্যয় নাযিল করলেন,
অতপর তিনি তাদের নির্মূল করে দিলেন,
১৫.
আর রাজাধিরাজ আল্লাহ তায়ালা এসব ব্যাপারে (যে পাপিষ্ঠ) তার পরিণতির পরোয়া করেন
না।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।
No comments:
Post a Comment