Monday, July 29, 2019

সূরা আদ-দুহা [পূর্বাহ্ন/পূর্বাহ্নের সূর্যকিরণ/ঐ সময় যখন (সকালে) সূর্য একটু উঁচুতে ওঠে]

[মক্কায় অবতীর্ণ- আয়াত ১১, রুকু ০১] [কোরআনে অবস্থান ৯৩, অবতীর্ণের অনুক্রম ১১]

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে-

১. শপথ আলোকোজ্জ্বল মধ্য দিনের,

২. শপথ রাতের (অন্ধকারের), যখন তা (চারদিকে) ছেয়ে যায়,

৩. তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি (তোমার ওপর) অসন্তুষ্টও হননি;

৪. অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে উত্তম;

৫. অল্পদিনের মধ্যেই তোমার রব তোমাকে (এমন কিছু) দেবেন যে, তুমি (এতে) খুশী হয়ে যাবে;

৬. তিনি কি তোমাকে এতীম অবস্থায় পাননি- অতপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন,

৭. তিনি কি তোমাকে (সঠিক পথের সন্ধানে) বিব্ৰত অবস্থায় পাননি, অতপর তিনি তোমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন,

৮. তিনি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাননি, অতপর তিনি তোমাকে অমুখাপেক্ষী করে দিয়েছেন;

৯. অতএব তুমি কখনো এতীমদের ওপর যুলুম করো না;

১০. কোনো প্রার্থীকে কোনো সময় ধমক দিয়ো না;

১১. তুমি তোমার মালিকের অনুগ্রহসমূহ বর্ণনা করে যাও।

অনুবাদকঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।

No comments:

Post a Comment