Monday, July 29, 2019

সূরা আত-তারিক [রাতের আগন্তুক/রাতে আত্নপ্রকাশকারী/রাতে আগমনকারী]

[মক্কায় অবতীর্ণ- আয়াত ১৭, রুকু ০১] [কোরআনে অবস্থান ৮৬, অবতীর্ণের অনুক্রম ৩৬]

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে-

১. শপথ আসমানের, শপথ রাতের বেলায় আত্মপ্রকাশকারী (তারকা)-র,

২. তুমি কি জানো সে আত্মপ্রকাশকারী কি?

৩. তা হচ্ছে (একটি) সমুজ্জ্বল তারকা,

৪. (যমীনের) এমন একটি প্রাণীও নেই যার ওপর কোনো তত্ত্বাবধায়ক নিযুক্ত (করা) হয়নি;

৫. মানুষ যেন তাকিয়ে দেখে- তাকে কোন্ জিনিস দিয়ে বানানো হয়েছে;

৬. তাকে বানানো হয়েছে সবেগে স্থলিত (এক ফোঁটা) পানি থেকে-

৭. যা বের হয়ে আসে (পুরুষদের) পিঠের মেরুদন্ড ও (নারীর) বুকের (পাঁজরের) মাঝখান থেকে;

৮. অবশ্যই তিনি তার ফেরৎ আনার ক্ষমতা রাখেন;

৯. সেদিন (তার) যাবতীয় গোপন বিষয় যাছাই বাছাই করা হবে,

১০. (সেদিন) তার কোনো শক্তিই থাকবে না, থাকবে না তার কোনো সাহায্যকারীও;

১১. বৃষ্টি বর্ষণকারী আকাশের শপথ,

১২. (বৃষ্টিধারায়) ফেটে যাওয়া যমীনের শপথ,

১৩. অবশ্যই এ (কোরআন) হচ্ছে (হক বাতিলের চূড়ান্ত) পার্থক্যকারী কথা,

১৪. তা অর্থহীন (কোনো কিছু) নয়;

১৫. নিসন্দেহে এরা (আমার বিরুদ্ধে) চক্রান্ত করছে,

১৬. আমিও (এদের ব্যাপারে) একটি কৌশল অবলম্বন করছি,

১৭. অতএব তুমি (সে কৌশল দেখার জন্যে) কাফেরদের কিছু অবকাশ দাও।

অনুবাদকঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।

No comments:

Post a Comment