সূরার
নামের অর্থঃ
১. মাহাত্ন্য ও সম্মান/মহিমান্বিত/মূল্যবান/মর্যাদাবান
২. তাক্বদীর
১. মাহাত্ন্য ও সম্মান/মহিমান্বিত/মূল্যবান/মর্যাদাবান
২. তাক্বদীর
[মক্কায় অবতীর্ণ- আয়াত ০৫, রুকু ০১] [কোরআনে অবস্থান ৯৭, অবতীর্ণের অনুক্রম ২৫]
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে-
১. অবশ্যই আমি এ (গ্রন্থ)-টি এক মর্যাদাপূর্ণ রাতে নাযিল করেছি,
২. তুমি কি জানো-সেই (মর্যাদাপূর্ণ) রাতটি কি?
৩. মর্যাদাপূর্ণ এ রাতটি হচ্ছে হাজার মাসের
চেয়ে উত্তম;
৪. এই (রাত)-এর মধ্যে ফেরেশতা ও (তাদের
সর্দার) ‘রূহ’ (জিবরাঈল) তাদের মালিকের সব ধরনের আদেশ নিয়ে
(যমীনে) অবতরণ করে,
৫. (সে আদেশবার্তা হচ্ছে চিরন্তন)
প্রশান্তি, তা ঊষার আবির্ভাব পর্যন্ত (অব্যাহত) থাকে।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।
No comments:
Post a Comment