Saturday, July 20, 2019

সূরা আল-কাউসার

সূরার নামের অর্থঃ

প্রভূত কল্যাণ/প্রাচুর্য/জান্নাতের নহর

[মক্কায় অবতীর্ণ- আয়াত ০৩, রুকু ০১] [কোরআনে অবস্থান ১০৮, অবতীর্ণের অনুক্রম ১৫]
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে-

১. (হে নবী,) আমি অবশ্যই তোমাকে (নেয়ামতে পরিপূর্ণ) কাউসার দান করেছি;

২. অতএব তোমার মালিকের স্মরণের জন্যে তুমি নামায পড়ো এবং (তাঁরই উদ্দেশ্যে) তুমি কোরবানী করো;

৩. অবশ্যই (যে) তোমার নিন্দুক সেই হবে শেকড়-কাটা (অসহায়)।

অনুবাদকঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।

No comments:

Post a Comment