Monday, July 29, 2019

সূরা আয-যিলযাল

সূরার নামের অর্থঃ

ভূমিকম্প

[মদীনায় অবতীর্ণ- আয়াত ০৮, রুকু ০১] [কোরআনে অবস্থান ৯৯, অবতীর্ণের অনুক্রম ৯৩]
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে-

. যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার (প্রবল) কম্পনে কম্পিত করা হবে-

. এবং পৃথিবী যখন তার (মধ্যে রক্ষিত মানুষের কৃতকর্মের) বোঝা বের করে দেবে,

. তখন মানুষরা (হতভম্ব হয়ে) বলতে থাকবে, তার এ কী হলো (সে তো সব কিছুই উগরে দিচ্ছে)!

. সেদিন সে (তার সব কিছু) খুলে খুলে বর্ণনা করবে,

. কেননা তোমার রব তাকে এ (কাজে)-র আদেশ দেবেন;

. সেদিন মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে, যাতে করে তাদেরকে তাদের (নিজ নিজ) কর্মকান্ড দেখানো যায়;

. যে ব্যক্তি এক অণু পরিমাণ কোনো ভালো কাজ করবে (সেদিন) তাও সে দেখতে পাবে;

. (ঠিক তেমনি) কোনো মানুষ যদি অণু পরিমাণ খারাপ কাজও করে, তাও (সেদিন) সে দেখতে পাবে

অনুবাদকঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন

No comments:

Post a Comment