Monday, July 29, 2019

সূরা আল-বালাদ [শহর/নগরী]

[মক্কায় অবতীর্ণ- আয়াত ২০, রুকু ০১] [কোরআনে অবস্থান ৯০, অবতীর্ণের অনুক্রম ৩৫]

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে-

১. আমি শপথ করছি এ (পবিত্র) নগরীর,

২. এ নগরীতে তুমি (যুদ্ধের বাধ্যবাধকতা থেকে) দায়মুক্ত।

৩. আমি শপথ করছি (আদি) পিতা ও (তার ঔরস থেকে) যাদের সে জন্ম দিয়েছে (তাদের),

৪. আমি মানুষকে এক কঠোর পরিশ্রমের মাঝে পয়দা করেছি;

৫. এ মানুষটি কি একথা মনে করে, তার ওপর কারোই কোনো ক্ষমতা চলবে না?

৬. সে বলে, আমি তো প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি;

৭. সে কি ভেবেছে তার এসব (কর্মকান্ড) কেউ দেখেনি?

৮. আমি কি (ভালোমন্দ দেখার জন্যে) তাকে দুটো চোখ দেইনি?

৯. আমি কি তাকে একটি জিহ্‌বা ও দুটো ঠোঁট দেইনি?

১০. আমি কি তাকে (ন্যায় অন্যায়ের) দুটো পথ বলে দেইনি?

১১. (কিন্তু সে তো দুর্গম পথ) পার হওয়ার হিম্মত দেখায়নি,

১২. তুমি কি জানো সে দুর্গম পথটি কি?

১৩. (তা হচ্ছে) দাসত্বের শেকল খুলে (কাউকে মুক্ত করে) দেয়া,

১৪. অথবা দুর্ভিক্ষের দিনে কাউকে খাবার দেয়া,

১৫. নিকটতম কোনো এতীমকে আহার পৌছানো,

১৬. কিংবা ধুলো লুষ্ঠিত কোনো মেসকীনকে কিছু দান করা;

১৭. অতপর তাদের দলে শামিল হয়ে যারা ঈমান আনবে, একে অপরকে ধৈর্যের অনুশীলন করাবে এবং একে অপরকে দয়া দেখানোর উপদেশ দেবে;

১৮. এরাই হচ্ছে ডান দিকের (সে সৌভাগ্যবান) লোক,

১৯. আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারা হচ্ছে বাম দিকের (ব্যর্থ) লোক,

২০. (যেখানে) তাদের ওপর ছেয়ে থাকবে আগুনের শিখা।

অনুবাদকঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।

No comments:

Post a Comment