Thursday, July 18, 2019

সূরা লাহাব অথবা সূরা আল-মাসাদ

সূরার নামের অর্থঃ

অগ্নিশিখা অথবা খেজুর পাতার আঁশের পাকানো মজবুত রশি

[মক্কায় অবতীর্ণ- আয়াত ০৫, রুকু ০১] [কোরআনে অবস্থান ১১১, অবতীর্ণের অনুক্রম ০৬]
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে-

১. (ইসলাম বিরোধিতার কারণে দুনিয়া আখেরাতে) আবু লাহাবের দুটো হাতই ধ্বংস হয়ে যাক- ধ্বংস হয়ে যাক সে নিজেও;

২. তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না;

৩. (বরং তা জ্বলন্ত অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হবে,) সে অচিরেই আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে,

৪. (সাথে থাকবে) জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও;

৫. (মনে হবে) তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত রশি জড়িয়ে আছে।

অনুবাদকঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।

No comments:

Post a Comment