হযরত সা’দ। কোন মেয়েই তাঁকে বিয়ে করতে রাজি হয় না। হয়ত
তাঁর প্রচুর অর্থ বা দৈহিক সৌন্দর্য ছিল না। অবশেষে তিনি নবীর
(সাঃ) শরণাপন্ন হলেন। নবী (সাঃ) তাঁর বিয়ে ঠিক করলেন। মনের আনন্দে সা’দ ছুটে গেলেন বাজারে যথাশক্তি অর্থ
ব্যয়ে বিয়ের
জিনিসপত্র কিনতে। বাজারে গিয়েই সা’দ
শুনতে পেলেন ‘জিহাদ’,
জিহাদে কে যোগ
দেবে, সত্যের পথে, আল্লাহর পথে কে প্রাণ দিবে। সা’দ এই আহবান শুনলেন। বিবাহিত
জীবনের সকল স্বপ্নসাধ তাঁর মুহূর্তে ভেঙে গেল। জিহাদের আহবান এসেছে- সত্যের জন্য প্রাণ দিতে ডাক এসেছে- সা’দ
অধীর হয়ে উঠলেন। বিয়ের জিনিসপত্র না
কিনে তিনি খরিদ করলেন একটি ঘোড়া, বর্শা ও একটি সুদীর্ঘ তরবারি। ছুটে চললেন যুদ্ধক্ষেত্রে। অসীম সাহস,
উৎসাহ
ও বীর্যবত্তা দেখিয়ে সা’দ যুদ্ধ করে শহীদ
হলেন। যে সা’দ চেয়েছিলেন বিবাহের রাতে কনেকে আনন্দের
প্রীতি উপহার দেবেন, সেই
সা’দ সূর্যাস্তের পূর্বেই আল্লাহকে তাঁর জীবন উপহার দিলেন- এক অপূর্ব উপহার।
No comments:
Post a Comment