“হে আমার পুত্র,
আমি তোমার মনোযোগকে
সমস্ত মঙ্গলের উৎস আল্লাহ রাব্বুল আলামীনের দিকে আকর্ষণ করছি। যেখানে বা
যে কাজে তাঁর মঞ্জুরি আছে, সেখানেই শান্তি
নিহিত। রক্তপাত থেকে বিরত থাকবে। এর উপর কখনও ভরসা করো না। কারণ যে রক্ত
প্রবাহিত হয় তা কোন প্রতিক্রিয়া সৃষ্টি না করে যায়না। তোমরা জনগণের মন জয়
করার চেষ্টা করবে, তাদের
উন্নতির জন্য কাজ করবে। স্মরণ রেখ, তাদের
মঙ্গল বিধানের জন্যই আল্লাহ তোমাকে এই দায়িত্ব
দিয়েছেন, আমার নিয়োগও এই জন্যই। আমি যদি উল্লেখযোগ্য কোনও কারণে হয়ে
থাকি, তাহলে তা এই জন্যই যে, আমি ভদ্রতা ও দয়ার মাধ্যমে যথাসাধ্য মানুষের
হৃদয় জয় করতে চেষ্টা করেছি।”
লেখকঃ আবুল আসাদ (আমরা সেই সে জাতি-দ্বিতীয় খন্ড)
No comments:
Post a Comment