Saturday, January 5, 2019

সত্যের শক্তি

আদ দাউস গোত্রের সর্দার তুফাইল ইবন আমর মক্কায় এলেন। তিনি ছিলেন কবি। বিজ্ঞতার জন্যেও বিখ্যাত। মক্কাবাসীরা নগরীর গেটে তাঁকে স্বাগত জানাল।

মক্কার সর্দাররা তুফাইল ইবন আমরকে মুহাম্মাদের (সাঃ) সাথে দেখা না করার জন্যে সাবধান করে দিল। তারা জানালো, মুহাম্মাদের (সাঃ) কথা মক্কায় ভীষণ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সর্বত্র সে একটা খারাপ আবহাওয়া সৃষ্টি করছে।

তদনুসারে তুফাইল ইবন আমর মহানবীর (সাঃ) সংস্পর্শ এড়িয়ে চলতে লাগলেন। কখনও তিনি মহানবীর (সাঃ) মুখোমুখি হলে চোখ বুজতেন এবং কান বন্ধ করতেন।

ঘটনাক্রমে একদিন যখন মহানবী (সাঃ) কাবায় নামাজ পড়ছিলেন, তখন তাঁর কণ্ঠ নিঃসৃত কুরআন শরীফের কতগুলো আয়াত তুফাইলের কানে প্রবেশ করলো। আয়াতগুলো তাঁর হৃদয়ে দারুন চাঞ্চল্যের সৃষ্টি করল। কবি তুফাইল মহানবীর (সাঃ) পিছু পিছু তাঁর বাড়ি গেলেন এবং তাঁকে ঐ আয়াতগুলো পুনরায় পাঠ করতে বললেন। মহানবী (সাঃ) ঐ আয়াতগুলো পাঠ করলেন।

অভিভূত তুফাইল ইবন আমর সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন।

লেখকঃ আবুল আসাদ (আমরা সেই সে জাতি-দ্বিতীয় খন্ড)

No comments:

Post a Comment