Sunday, January 6, 2019

মহানবীর (সাঃ) দৌহিত্রী কাপড় পেলেন না

উমার (রাঃ) কে মহানবী (সাঃ) উপাধি দিয়েছিলেন আল-ফারুক

সত্যিই তিনি ছিলেন আল-ফারুক’- সত্য ও মিথ্যার সুস্পষ্ট প্রভেদকারী।

বিচারের ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে প্রীতি বা অন্যকোন বিবেচনায় সামান্য পক্ষপাতিত্ব তিনি যেমন করতেন না, তেমনি কারো তিলমাত্র অধিকারকেও তিনি উপেক্ষা করতেন না।

একদা হযরত উমার (রাঃ) কর্তৃক মদীনায় মহিলাদের মধ্যে কিছু কাপড় বণ্টন শেষে একখানা উত্তম চাদর অবশিষ্ট রয়ে গেল।

তখন তাঁর কাছে উপস্থিত কেউ তাঁকে বললেন, ‘হে আমীরুল মুমিনীন, আপনার কাছে আল্লাহর রাসূলের (সাঃ) যে দৌহিত্রী রয়েছেন এ চাদরখানা তাকে দিয়ে দিন।

দৌহিত্রী বলতে এখানে আলী (রাঃ)-এর কন্যা উম্মে কুলসুমকে বুঝাচ্ছিলেন।

উমার (রাঃ) জবাব দিলেন, ‘উম্মে সুলাইম-ই তা পাওয়ার অধিক উপযুক্ত। অধিক উপযুক্ত হবার কারণ হচ্ছে, সে উহুদ যুদ্ধের দিনে আমাদের জন্য তরবারির খাপ তৈরি করত।

লেখকঃ আবুল আসাদ (আমরা সেই সে জাতি-দ্বিতীয় খন্ড)

No comments:

Post a Comment