বলখের রাজা
ইবরাহীম আদহাম একদিন পার্শ্ববর্তী জঙ্গলে শিকারে গেলেন। সেই সময়ে রাজ প্রাসাদের
এক দাসী বালিকা তার শয়নকক্ষে এলো এবং দেখল বেগম বাইরে গেছেন।
রাজকক্ষের বহুমূল্য
আসবাবপত্র, সুশোভিত
বিছানা, আতরদানি
থেকে আসা মনোহর সুগন্ধ সব মিলে দাসী-বালিকাকে আত্মহারা করে তুলল। সে ভুলে গেল
নিজের অবস্থার
কথা। তার লোভ হলো সে বিছানায় একটু শয়নের। সে সন্তর্পণে সেই রাজকীয় বিছানায়
শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল।
ঘুমন্ত অবস্থায়ই তাকে
ঐ রাজকীয় বিছানায় পাওয়া গেল। ইবরাহীম আদহাম শিকার থেকে ফেরার
সাথে সাথেই এই গুরুতর ব্যাপারটা তাঁকে
জানানো হলো। শুনে রাজা ভয়ানক ক্ষিপ্ত হলেন। একজন দাসী বালিকা তাঁর রাজ-বিছানা স্পর্শ করেছে এত বড় ঔদ্ধত্য।
ক্রুদ্ধ রাজা ইবরাহীম
আদহাম নির্দেশ দিলেন, দাসী
বালিকাটিকে ৫০টি বেত্রাঘাত করা হোক। যখন তাঁর আদেশ প্রতিপালিত হলো, তখন রাজা বললেন, ‘হে বালিকা, তুমি তোমার কৃতকর্মের জন্য নিশ্চয়
দুঃখবোধ করছ?’
বালিকাটি উত্তর দিল,
‘হ্যা, মহামান্য রাজা। কিন্তু আমি আমার নিজের
অবস্থার চেয়ে আপনার জন্যেই বেশি দুঃখবোধ করছি।’
রাজা সরবে বললেন,
‘কেন এই অমূলক চিন্তা
করছ?’
বালিকা বলল, ‘কারণ এক ঘণ্টা আপনার বিছানায় শোয়ার
জন্যে যদি আমার এই শাস্তি হয়ে থাকে, তাহলে বছরের পর বছর ঐখানে শোয়ার জন্যে
আপনার কেমন শাস্তি হবে, তা
ভেবে আমি দুঃখবোধ করছি।’
বালিকার এই কথা যেন
রাজার উপর বিনা মেঘে বজ্রপাত ঘটাল। তিনি হতবাক হয়ে গেলেন। তাঁর মুখের চেহারা বদলে
গেল। তিনি দুঃখভারাক্রান্ত
হৃদয়ে কাঁপতে কাঁপতে তাঁর পরিচারকদের বললেন, ‘এই বালিকাকে নিয়ে যাও, তার ভালভাবে চিকিৎসা কর। আমাকে একাকী
থাকতে দাও।’
No comments:
Post a Comment