রাজাকে মান্য করে কেউ
ইচ্ছায়, অনেকেই
অনিচ্ছায়। যেখানে ভয় মান্য করার মানদণ্ড, সেখানে ভালবাসা থাকেনা।
জ্ঞানীরা, আলেমরা, নিঃস্বার্থ ধর্মনেতারা হলেন রাজ্যহীন
রাজা। মানুষের হৃদয়ে তাদের সাম্রাজ্য, তাই মানুষের হৃদয়ের সীমাহীন ভালবাসা
তাদেরই জন্যে। যা রাজা-বাদশাহরা কল্পনা করতেও পারেনা।
একবার বাদশা
হারুন-অর-রশীদ রাজকীয় জাঁকজমক ও শান-শওকতের সাথে রুক শহরে অবস্থান করছিলেন।
এমন সময় বিখ্যাত
মুহাদ্দিস ও ফকীহ আবদুল্লাহ ইবনে মুবারকের আগমন ঘটল শহরে। শহরের সমস্ত
লোক তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য বের হয়ে আসল। ভিড়ের চাপে অনেকের জুতা
ছিঁড়ে গেল। বাদশাহর এক বাদী উপর থেকে এ দৃশ্য দেখছিল।
সে জিজ্ঞেস করল,
‘ব্যাপার কি? কে এলো শহরে?’ কে একজন তাঁকে জানাল, ‘খুরাসান থেকে আবদুল্লাহ ইবনে মুবারক
নামে একজন আলিম এসেছেন।’
বাদী বলল, ‘আসল রাজত্ব তো এই ব্যক্তির- হারুনের নয়।
কারণ পুলিশ ও সরকারী কর্মচারী ছাড়া বাদশাহর জন্য একটি লোকও জমা করা যায় না। অথচ এ
ব্যক্তির আগমনে
সমস্ত শহরটাই ভেঙ্গে পড়েছে।’
লেখকঃ আবুল আসাদ (আমরা সেই সে জাতি-দ্বিতীয় খন্ড)
No comments:
Post a Comment