কর্ডোভায় এক ভয়ানক
বিদ্রোহ দেখা দিল। বিদ্রোহীরা সমুদ্র গর্জনের মত ভয়ানক রূপ নিয়ে এগিয়ে আসছে।
হাকাম ঘোড়সওয়ার এক
বাহিনীকে নির্দেশ দিলেন ওদের প্রতিরোধ করতে। কিন্তু তারা পরাজিত হয়ে ফিরে এলো। তাঁর
প্রাসাদের রক্ষীরাও হতাশ ও আতংকিত হয়ে পড়ল।
কিন্তু হাকামকে দেখা
গেল অত্যন্ত শান্ত। চারদিকের উত্তপ্ত উত্তেজনার মধ্যে যেন তিনি একখণ্ড বরফ। দরবারে বসেই তিনি
তাঁর হেরেম থেকে মৃগনাভি আনালেন। তারপর তিনি চুল ও দাড়ি সুবিন্যস্ত করে
তাতে মৃগনাভি লাগালেন।
তাঁর ঘনিষ্ঠ
একজন সহচর চিৎকার করে বলে উঠল, ‘জাঁহাপনা,
আমাকে মাফ করুন,
নিজেকে সুগন্ধচর্চিত
করার আশ্চর্য এক সময় আপনি বেছে নিয়েছেন। যে বিপদ আমাদের আতংকিত করছে তা কি আপনি দেখতে পাচ্ছেন
না?’
হাকাম ধমক দিলেন,
‘চুপ কর
বোকা, যদি আমার মুখ মাথা
সুগন্ধচর্চিত না করি, তাহলে
কেমন করে বিদ্রোহীরা
শত মাথার মধ্যে আমার মাথা চিহ্নিত করবে?’
তারপর হাকাম পূর্ণভাবে
অস্ত্রসজ্জিত হয়ে সিংহাসন থেকে নামলেন। ধীর ও শান্তভাবে সেনাবাহিনী পরিদর্শন করলেন। তারপর তিনি
তাঁর সৈন্যদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন। বিদ্রোহীরা ভয়ানক ক্ষতিগ্রস্থ
হয়ে পরাজিত হলো ও পশ্চাদপসরণ করল।
No comments:
Post a Comment