বিশাল ইসলামী
সাম্রাজ্যের খলীফা উমার বিন আবদুল আযীয। তাঁর সাম্রাজ্য তখন পূর্বে ভারত থেকে
পশ্চিমে আটলান্টিক
মহাসাগর, দক্ষিনে
মধ্য আফ্রিকা থেকে উত্তরে স্পেন ও চীন পর্যন্ত বিস্তৃত।
খলীফা উমার ইবনে আবদুল
আযীযের রাজধানী দামেস্ক তখন শক্তি ও সমৃদ্ধিতে দুনিয়ার সেরা। সেই খলীফা উমার
বিন আবদুল আযীযের জীবন ছিল দারিদ্রে ভরা।
একদিনের ঘটনা।
সেদিন খলীফার স্ত্রী
তাঁর চাকরকে খেতে দিলেন। আর দিলেন শুধু ডাল। নতুন চাকর খাবার দেখে বিস্মিত হল। বিস্ময় ভরা
চোখে বলল, ‘এই
আপনাদের খাদ্য।’ খলীফা
পত্নী উত্তরে বললেন, ‘এই
সাধারণ খাদ্যই খলীফা দিনের পর দিন গ্রহণ করে যাচ্ছেন।’
ইসলামে রাষ্ট্রের সকল
সম্পদের মালিক জনগন, শাসকেরা
সে সম্পদের রক্ষক মাত্র।
No comments:
Post a Comment