একদিন কয়েকজন সাহাবী
নবী করীম
(সাঃ) এর নিকট বসা ছিলেন, ঐ
সময় একজন লোক তাঁদের সামনে দিয়ে চলে গেল। নবী করীম (সাঃ) সাহাবীদের জিজ্ঞেস করলেন,
ঐ লোকটি সম্পর্কে
তোমরা কি জান?
তাঁরা বললেন, তিনি শরীফযাদা, ভাল ঘরে বিয়ে করতে চাইলে সবাই সাদরে
গ্রহণ করবে।
কথা বলতে থাকলে সবাই মনোযোগ দিয়ে তার কথা শুনবে এবং কারো জন্য সুপারিশ
করলে কথা রাখবে।
তাঁদের কথা শুনে নবী
করীম (সাঃ) চুপ করে রইলেন।
একটু পরে আরেক
ব্যক্তি সেখান দিয়ে চলে গেল। নবী করীম (সাঃ) সাহাবীদের জিজ্ঞেস করলেন, এ লোকটি সম্বন্ধে তোমাদের অভিমত কি?
তাঁরা বললেন, সে একজন ভিক্ষুক, তাকে কেউ ভিক্ষা দেয় না, তার কথাও কেউ শুনে
না, কারও জন্য সুপারিশ করতে গেলে তার কথা
কেউ আমলে নেয় না।
শুনে নবী করীম (সাঃ)
বললেন, প্রথম
লোকটির মত যদি দুনিয়ার সব লোক হয়ে যায়, তথাপি সকলে মিলে দ্বিতীয় লোকটির সমান হবে না।
নিতান্ত দরিদ্র ও
তুচ্ছ ব্যক্তিও যদি সৎ পথে বিচরণ করে, সৎকার্য করে জীবন কাটায়, তবে আল্লাহর নিকটে সে বেআমল শরীফ লোক
থেকে অনেক শ্রেষ্ঠ এবং সম্মানিত।
লেখকঃ আবুল আসাদ (আমরা সেই সে জাতি-দ্বিতীয় খন্ড)
No comments:
Post a Comment