একদা স্পেনের মুসলিম
সেনাপতি আল-মানসূর
তাঁর এক অভিযানে একটি সংকীর্ণ এলাকা দিয়ে খৃষ্টান এলাকায় ঢুকে গেলেন।
তাঁর যাবার পরেই খৃষ্টানরা সে এলাকা দখল করে ফেলল। মুসলিম বাহিনী দৃশ্যত
অবরুদ্ধ অবস্থায় ভীষণ বিপদে পড়ে গেল।
কিন্তু অদম্য মনোবলের অধিকারী
আল-মানসূর অধিকৃত এলাকায় নিশ্চিন্ত মনে বাড়ি উঠাবার নির্দেশ দিলেন এবং
সৈন্যদের চাষাবাদে লাগালেন। খৃষ্টানরা মুসলিম সেনাপতির এ কাণ্ড দেখে এর কারণ
জিজ্ঞাসা করলো। আল-মানসূর বললেন, সৈন্যরা
বললো যে, ‘বাড়ী
ফেরার আগে তারা কিছু চায়। অবশ্য আর সময় ওরা পাবেনা-
অভিযানের সময় হয়েছে।’
মুসলিম সেনাপতির এমন
নিশ্চিত, অবিচলিত
ও দৃঢ়তাপূর্ণ উক্তি শুনে খৃষ্টানরা ভয় পেয়ে গেল। তারা আল-মানসূরের অনুকূল
শর্তে সন্ধি করলো এবং তারা মুসলিম সৈন্যদের ভারবহনকারী অনেক পশু সরবরাহ
করে তাদের স্বদেশ যাত্রাকে সহজ ও আরামদায়ক করে দিল।
No comments:
Post a Comment