এক যুদ্ধের ময়দানে
বিপুল বিক্রমে তিনি যুদ্ধ করছেন।
একজন বলিষ্ঠ ও সাহসী
সৈন্য তার দিকে অগ্রসর হয়ে প্রচন্ড বেগে তাকে আক্রমণ করল। তুমুল যুদ্ধ চললো। অকস্মাত আলীর
আঘাতে শত্রুর তরবারি ভেঙ্গে গেল। শত্রুকে অসহায় দেখে আলী তরবারি কোষ বদ্ধ
করলেন। শত্রু মৃত্যুর প্রতীক্ষা করছে। আলীকে ক্ষান্ত হতে দেখে সে
বিস্মিত হলো। সে আলীর কাছে আর একখানি তরবারি চাইতেই আলী তৎক্ষণাৎ দ্বিধাহীন
চিত্তে নিজের তরবারি খানি তাকে দিয়ে দিলেন। শত্রু অবাক বিস্ময়ে তার দিকে
চেয়ে রইলো। এভাবে নিজেকে অরক্ষিত করে যে বীর অন্যের প্রার্থনা পূর্ণ করে,
তার সঙ্গে তো যুদ্ধ
অসম্ভব। শত্রু জিজ্ঞাসা করলো, “হে বীর শ্রেষ্ঠ আলী, আপনি কেন এভাবে নিজেকে বিপদের মুখে ফেলে আপনার তরবারি দান করলেন?” আলী উত্তর দিলেন, “কিন্তু আমি যে কারও প্রার্থনা
অপূর্ণ রাখিনে।” শত্রু
অম্লান বদনে আলীর এই মহত্ত্বের কাছে আত্মসমর্পণ করলো। সত্যের কাছে অসত্য
এমনিভাবে পরাজয় স্বীকার করেছে – যুগে যুগে।
সত্যের মহিমা মিথ্যার গর্বকে জয় করেছে।
সত্য-ন্যায়ের শক্তি
পশুত্বকে জয় করেছে, অস্ত্রের
চাকচিক্য, মৃত্যুর
ভ্রুকুটিকে ম্লান করেছে-উপেক্ষা করেছে।
লেখকঃ আবুল আসাদ (আমরা সেই সে জাতি-প্রথম খন্ড)
লেখকঃ আবুল আসাদ (আমরা সেই সে জাতি-প্রথম খন্ড)
No comments:
Post a Comment